corona_vaccine_destroys_human_body
করোনার টিকা যেভাবে আপনার শরীরকে ধ্বংস করে দিচ্ছে

করোনার টিকা যেভাবে আপনার শরীরকে ধ্বংস করে দিচ্ছে

Rajshahi_Pet_Care
উত্তরবঙ্গ প্রতিদিনের সংবাদটি শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক, উত্তরবঙ্গ প্রতিদিন :: বিশ্বজুড়ে কোটি কোটি মানুষ ভ্যাকসিন নেন। ফাইজার, মডার্না, অ্যাস্ট্রোজেনেকার মতো কোম্পানির ভ্যাকসিন নেওয়ার পর হার্ট, মস্তিষ্ক এবং রক্তের অসুখ দেখা যাচ্ছে বলে সমীক্ষায় প্রকাশ। খবরটি সিএনএন,বিবিসিরয়টার্সের। 

 

কোভিড ভ্যাকসিন নিয়ে অসুস্থ! অনেকেই এমন অভিযোগ করেছিলেন। বিশ্বজুড়ে কোটি কোটি মানুষ ভ্যাকসিন নেন। ফাইজার, মডার্না, অ্যাস্ট্রোজেনেকার মতো কোম্পানির ভ্যাকসিন নেওয়ার পর হার্ট, মস্তিষ্ক এবং রক্তের অসুখ দেখা যাচ্ছে বলে সমীক্ষায় প্রকাশ।বিশ্ব স্বাস্থ্য সংস্থার গবেষণা শাখা গ্লোবাল ভ্যাকসিন ডেটা-র গবেষকদের মতে, কোভিড ভ্যাকসিন নেওয়ার পর মানুষের মধ্যে ১৩ রকমের চিকিৎসা পরিস্থিতিকে বাড়িয়ে দিতে দেখা গেছে। আর্জেন্তিনা, অস্ট্রেলিয়া, কানাডা, ডেনমার্ক, ফিনল্যান্ড, ফ্রান্স, নিউজিল্যান্ড এবং স্কটল্যান্ডে কোভিড ভ্যাকসিন নেওয়া ৯০ মিলিয়ন মানুষের উপর সমীক্ষা চালিয়ে এই তথ্য উঠে এসেছে।

 

৯ কোটি মানুষের উপর পরীক্ষার ফলাফল 

টিকা নিয়েছেন এমন প্রায় ৯০ মিলিয়ন বা ৯ কোটি মানুষকে নিয়ে এই পরীক্ষা করা হয়। তাতেই দেখা গিয়েছে এই রোগগুলির আশঙ্কা। সম্প্রতি এই গবেষণা ‘ভ্যাকসিন’ জার্নালে প্রকাশিত হয়েছে। সেখানেই মোট ১৩ রকম রোগের কথা জানিয়েছেন বিজ্ঞানীরা‌। দাবি, এই রোগগুলি রোগীদের শরীরে কোভিড টিকার ডোজ নেওয়ার পর দেখা দিয়েছে। এর মধ্যে হার্ট, রক্ত ও মস্তিষ্কের বেশ কিছু সমস্যা রয়েছে।‌

 

 

৮টি দেশজুড়ে সমীক্ষার ফলাফল 

একটি দেশ বা এলাকার সমীক্ষার ভিত্তিতে এই দাবি নয়। বরং আটটি দেশ জুড়ে নয় কোটি মানুষের উপর সমীক্ষা চালানো হয়। এই তালিকায় ছিল আর্জেনটিনা, অস্ট্রেলিয়া, কানাডা, ডেনমার্ক, ফিনল্যান্ড, ফ্রান্স, নিউজিল্যান্ড, স্কটল্যান্ড। 

 

 

কোন কোন টিকার জেরে এই সমস্যা ?

কোভিডকালে টিকা তৈরি করেছিল বেশ কিছু সংস্থা।‌ তবে তাদের মধ্যে পিফাইজার, মডার্না ও অ্যাস্ট্রাজেনেকা সংস্থার টিকাতেই সমস্যা দেখা গিয়েছে। কোনও ব্যক্তির দ্বিতীয় ডোজ, কারও তৃতীয় ডোজ নেওয়ার পর সমস্যাগুলি দেখা দিয়েছে।

 

 

 

পেরিকার্ডাইটিস – হার্টের এই বিশেষ রোগটির ঝুঁকি বাড়িয়েছে অ্যাস্ট্রাজেনেকার তৃতীয় ডোজ। ঝুঁকি বেড়েছে ৬.৯ শতাংশ।‌ মডার্নার চতুর্থ ডোজের জন্য এই রোগের ঝুঁকি ১.৭ ও ২.৬ গুণ বেড়েছে।

 

 

গুলেন বারে সিনড্রোম – স্নায়ুর এই জটিল রোগের ঝুঁকি বেড়েছে অ্যাস্ট্রাজেনেকার ডোজ নেওয়ায়। রক্তনালিতে রক্ত জমাট বাঁধার আশঙ্কা ৩.২ গুণ বেড়েছে।


উত্তরবঙ্গ প্রতিদিনের সংবাদটি শেয়ার করুন

Discover more from UttorbongoProtidin.Com 24/7 Bengali and English National Newsportal from Bangladesh.

Subscribe to get the latest posts sent to your email.