ইউরোপে প্রথমবারের মত ইসরাইলের বিরুদ্ধে অভিযোগ 
Complaints against Israel for the first time in Europe

ইউরোপে প্রথমবারের মত ইসরাইলের বিরুদ্ধে অভিযোগ 

Rajshahi_Pet_Care
উত্তরবঙ্গ প্রতিদিনের সংবাদটি শেয়ার করুন

আন্তর্জাতিক ডিজিটাল ডেস্ক রিপোর্ট, উত্তরবঙ্গ প্রতিদিন ::ফিলিস্তিনিদের বিরুদ্ধে ইসরায়েলের কর্মকাণ্ডকে ‘বর্ণবাদী অপরাধ’ হিসেবে অভিহিত করে একটি প্রস্তাব পাস হয়েছে স্পেনের কাতালোনিয়ার আঞ্চলিক পার্লামেন্টে। বৃহস্পতিবার এ প্রস্তাব পাস হয়। ইউরোপের প্রথম কোনো পার্লামেন্টে ইসরায়েল বিরোধী এমন প্রস্তাব পাস হলো। লন্ডনভিত্তিক সংবাদমাধ্যম মিডল ইস্ট আই এ তথ্য জানায়।

 

 

ওই প্রস্তাবে ইসরায়েলকে এমন এক নীতি প্রয়োগের জন্য অভিযুক্ত করা হয়েছে যা ‘আন্তর্জাতিক আইনের সঙ্গে সাংঘর্ষিক এবং আন্তর্জাতিক অপরাধ আদালতের রোম সংবিধি, ধারা ৭.২ (এইচ) অনুসারে বর্ণবাদের অপরাধের সমতুল্য’।

 

এ প্রস্তাব পাসের পর এন কমু পোডেম পার্টি জানায়, পার্লামেন্ট, প্রথম ইউরোপীয় প্রতিষ্ঠান যা স্বীকৃতি দিয়েছে, ইসরায়েল ফিলিস্তিনিদের ওপর বর্ণবাদী অপরাধ করছে।

 

 

এ প্রস্তাব মার্চে বামপন্থি দলগুলো উপস্থাপন করেছিল। এতে কাতালোনিয়ার সরকার ও স্পেনের সরকারের প্রতি আহ্বান জানানো হয়েছিল যে, অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল এবং হিউম্যান রাইটস ওয়াচের সুপারিশ অনুযায়ী যেন ইসরায়েলকে জবাবদিহিতার আওতায় আনা হয়।

 

এদিকে অসংখ্য মানবাধিকার সংস্থা ইসরায়েলের নীতিকে বর্ণবাদী হিসেবে আখ্যা দেওয়া সত্ত্বেও যুক্তরাষ্ট্র ও তেল আবিবের ইউরোপীয় মিত্ররা এ ধরনের ঘোষণা দেওয়া থেকে বিরত থেকেছে।

 


International  News Source & Ref : CNN  BBC  AL-Jazira AP NY TIMES

উত্তরবঙ্গ প্রতিদিনের সংবাদটি শেয়ার করুন

Discover more from UttorbongoProtidin.Com 24/7 Bengali and English National Newsportal from Bangladesh.

Subscribe to get the latest posts sent to your email.