কিংবদন্তি সুরকারদের স্মরনে কোক স্টুডিওর বিশেষ আয়োজন (ভিডিওসহ)

কিংবদন্তি সুরকারদের স্মরনে কোক স্টুডিওর বিশেষ আয়োজন (ভিডিওসহ)

Rajshahi_Pet_Care
উত্তরবঙ্গ প্রতিদিনের সংবাদটি শেয়ার করুন

বিনোদন রিপোর্ট ।। উত্তরবঙ্গ প্রতিদিন :: বাংলার কিংবদন্তি সুরকার লাকী আখন্দ ও কণ্ঠশিল্পী শাহনাজ রহমতুল্লাহর প্রতি সম্মান জানানো হলো কোক স্টুডিও বাংলার নতুন গান ‘ঘুম ঘুম’ গানের ফিউশনের মাধ্যমে। গানটি গেয়েছেন প্রতিভাবান তরুণ শিল্পী ফাইরুজ নাজিফা। 

 

 

আর সংগীত প্রযোজক হিসেবে ছিলেন শুভেন্দু দাশ শুভ। ২৩ জুলাই বিকালে গানটি উন্মুক্ত হয় অন্তর্জালে। মূল গানটি এস এম হেদায়েতের লেখা, লাকী আখন্দের সুর করা এবং শাহনাজ রহমতুল্লাহর গাওয়া।

 

১৯৮০ সালের জনপ্রিয় চলচ্চিত্র ‘ঘুড্ডি’তে গানটি প্রথমবারের মতো ব্যবহৃত হয়। পাকিস্তান থেকে দেশে ফেরার পর, ‘ঘুম ঘুম’ ছিল শাহনাজ রহমতুল্লাহর প্রথম গাওয়া গান। জনপ্রিয় এই চলচ্চিত্রটি সদ্য স্বাধীন বাংলাদেশের তরুণ, মুক্ত পরিবেশকে তুলে ধরে। 

 

সেই একই পরিবেশটি উঠে এসেছে এই গানে। এই কালজয়ী গানটিকে নতুনভাবে পরিবেশন করতে গিয়ে বাংলা গানের সঙ্গে জ্যাজ সংগীতকে মিলিয়ে ফিউশন করেছে কোক স্টুডিও বাংলা।

 


উত্তরবঙ্গ প্রতিদিনের সংবাদটি শেয়ার করুন

Discover more from UttorbongoProtidin.Com 24/7 Bengali and English National Newsportal from Bangladesh.

Subscribe to get the latest posts sent to your email.