China reformed women's protection law in face of criticism
সমালোচনার মুখে নারী সুরক্ষা আইন সংস্কার করল চীন

সমালোচনার মুখে নারী সুরক্ষা আইন সংস্কার করল চীন

Rajshahi_Pet_Care
উত্তরবঙ্গ প্রতিদিনের সংবাদটি শেয়ার করুন

আন্তর্জাতিক রিপোর্ট, উত্তরবঙ্গ প্রতিদিন :: লিঙ্গ বৈষম্য ও যৌন হয়রানি থেকে নারীদের অধিকতর সুরক্ষা দিতে আইন পাস করেছে চীন। গত ৩০ বছরের মধ্যে এই প্রথম চীনে নারীদের সুরক্ষায় আইনে পরিবর্তন আনা হলো। রোববার ন্যাশনাল পিপলস কংগ্রেসর (এনপিসি) স্থায়ী কমিটিতে নারী অধিকার ও স্বার্থ সংরক্ষণ আইন শিরোনামে বিলটি পেশ করা হয়। এর কয়েকদিন আগে, তৃতীয়বারের মতো সংশোধন ও বিপুল জনমত সংগ্রহের পর বিলটি দেশটির সর্বোচ্চ আইনসভায় উপস্থাপন করা হয়েছিল। আইনটি প্রণয়ন হওয়ার খবর ছাড়া এ বিষয়ে আর বিস্তারিত কোনো তথ্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি। ফলে বোঝা যাচ্ছে না, আইনে রক্ষণশীল মনোভাবগুলো কতটা রয়ে গেছে।  চীনের সরকারি বার্তা সংস্থা সিনহুয়া জানিয়েছে, আইনটি দরিদ্র, বয়স্ক ও প্রতিবন্ধী নারীদের মতো সুবিধাবঞ্চিত গোষ্ঠীগুলোর অধিকার ও স্বার্থ সুরক্ষাকে শক্তিশালী করবে।

 

 

 

 

নারীর শ্রম ও সামাজিক নিরাপত্তা অধিকার ও স্বার্থ লঙ্ঘন হলে নিয়োগকর্তাদের জবাবদিহি দিতে হবে। পাচার ও অপহৃত নারীদের উদ্ধারে বাধা দিলে অপরাধ হিসেবে গণ্য হবে নতুন আইনে। পাচার ও অপহরণ হওয়া নারীদের উদ্ধারের দায়িত্ব স্থানীয় কর্তৃপক্ষের ওপর ন্যস্ত হবে। এ বছর অনলাইনে একটি ছবিতে দেখা গেছে এক নারীকে শিকল দিয়ে আটকে রাখা হয়েছে। এতে মানবপাচার সামাল দেওয়ার ব্যাপারে বিক্ষোভ ও বিতর্কের সৃষ্টি হয়, বিশেষ করে গ্রামীণ এলাকার বিষয়ে, যেখানে অনেক বছর ধরেই এমন ঘটনার কথা নথিবদ্ধ হয়ে আসছে।

 


International  News Source & Ref : CNN।  BBC।  AL-JaziraAPNY TIMESGoogle News।  Yahoo news ।  Bing news  shortlink: afp

উত্তরবঙ্গ প্রতিদিনের সংবাদটি শেয়ার করুন

Discover more from UttorbongoProtidin.Com 24/7 Bengali and English National Newsportal from Bangladesh.

Subscribe to get the latest posts sent to your email.