আন্তর্জাতিক রিপোর্ট, উত্তরবঙ্গ প্রতিদিন :: লিঙ্গ বৈষম্য ও যৌন হয়রানি থেকে নারীদের অধিকতর সুরক্ষা দিতে আইন পাস করেছে চীন। গত ৩০ বছরের মধ্যে এই প্রথম চীনে নারীদের সুরক্ষায় আইনে পরিবর্তন আনা হলো। রোববার ন্যাশনাল পিপলস কংগ্রেসর (এনপিসি) স্থায়ী কমিটিতে নারী অধিকার ও স্বার্থ সংরক্ষণ আইন শিরোনামে বিলটি পেশ করা হয়। এর কয়েকদিন আগে, তৃতীয়বারের মতো সংশোধন ও বিপুল জনমত সংগ্রহের পর বিলটি দেশটির সর্বোচ্চ আইনসভায় উপস্থাপন করা হয়েছিল। আইনটি প্রণয়ন হওয়ার খবর ছাড়া এ বিষয়ে আর বিস্তারিত কোনো তথ্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি। ফলে বোঝা যাচ্ছে না, আইনে রক্ষণশীল মনোভাবগুলো কতটা রয়ে গেছে। চীনের সরকারি বার্তা সংস্থা সিনহুয়া জানিয়েছে, আইনটি দরিদ্র, বয়স্ক ও প্রতিবন্ধী নারীদের মতো সুবিধাবঞ্চিত গোষ্ঠীগুলোর অধিকার ও স্বার্থ সুরক্ষাকে শক্তিশালী করবে।