ভারতে নুপুর ও জিন্দালদের বিরুদ্ধে মামলা
#NupurSharma

ভারতে নুপুর ও জিন্দালদের বিরুদ্ধে মামলা ( ভিডিওসহ )

Rajshahi_Pet_Care
উত্তরবঙ্গ প্রতিদিনের সংবাদটি শেয়ার করুন

আন্তর্জাতিক ডিজিটাল ডেস্ক রিপোর্ট, উত্তরবঙ্গ প্রতিদিন :: নুপুর শর্মা ও নাভিন জিন্দালের বিরুদ্ধে বিদ্বেষ ছড়ানোর অভিযোগে মামলা হলো। দিল্লি পুলিশ এই মামলা করেছে বলে খবর বেরিয়েছে।  হযরত মুহাম্মদ (সাঃ) কে নিয়ে অবমাননাকর মন্তব্য করা ভারতের ক্ষমতাসীন দল ভারতীয় জনতা পার্টির (বিজেপি) দুই বহিষ্কৃত নেতার বিরুদ্ধে এই মামলা হলো তাদের মন্তব্যে মুসলিম বিশ্বে ঝড় ওঠার পর। ভারত নুপুরদের মন্তব্য নিয়ে খুব বিপাকে আছে।

 

 

https:\/\/preview-xupnewsc.uttorbongoprotidin.com//preview-xupnewsc.uttorbongoprotidin.com//www.dailymotion.com/video/x8bh3yo

দিল্লি পুলিশের ডেপুটি কমিশনার কেপিএস মালহোত্রা জানান, দিল্লি পুলিশের ইন্টেলিজেন্স ফিউশন অ্যান্ড স্ট্র্যাটেজিক অপারেশন্স ইউনিট অব স্পেশাল সেল মামলাটি করেছে। আসলে এই মামলায় জড়ানো হয়েছে বিভিন্ন ধর্মের বিভিন্ন জনকেও। ঘৃণা ও বিদ্বেষ ছড়ানো, উসকানিমূলক কথা বার্তা, শান্তি নষ্ট করাসহ বেশ কিছু অভিযোগ আনা হয়েছে আসামিদের বিরুদ্ধে।

 

এই মামলায় আরো আসামি হয়েছেন শাদাব চৌহান, সাবা নাকভি, মওলানা মুফতি নাদিম, আবদুর রেহমান, গুলজার আনসারি, অনিল কুমার মীনা, পুজা শাকুনরা।

 

প্রসঙ্গত, ভারতীয় ক্ষমতাসীন দল ভারতীয় জনতা পার্টির (বিজেপি) সাবেক মুখপাত্র নুপুর শর্মা টেলিভিশন সংবাদ বিতর্কে মুহাম্মদ (সাঃ) কে নিয়ে অবমাননাকর মন্তব্য করেছিলেন। দলটির দিল্লির মিডিয়া বিভাগের প্রধান নাভিন জিন্দাল টুইট করে নুপুর শর্মার সঙ্গে যোগ দেন। বিশেষ করে নুপুর শর্মার মন্তব্য নিয়ে মুসলিম বিশ্বে ক্ষোভের ঝড় ওঠে। বিজেপি রোববার এই দুজনকে যথাক্রমে বরখাস্ত ও বহিষ্কার করে।

 

https:\/\/preview-xupnewsc.uttorbongoprotidin.com//preview-xupnewsc.uttorbongoprotidin.com//twitter.com/i/status/1534916362669133826

এই ইস্যুতে গোটা আরব বিশ্বে ভারত খুব চাপে আছে। তাদের হাই কমিশনারদের ডেকে ডেকে নিয়ে গিয়ে প্রতিবাদ জানানো হয়েছে। বিভিন্ন দেশ, মহানবী (সাঃ) কে অবমাননার জন্য ভারতকে ক্ষমা চাইতে বলেছে।


উত্তরবঙ্গ প্রতিদিনের সংবাদটি শেয়ার করুন

Discover more from UttorbongoProtidin.Com 24/7 Bengali and English National Newsportal from Bangladesh.

Subscribe to get the latest posts sent to your email.