bus_burning_godagari
রাজশাহীর গোদাগাড়ীতে চলন্ত বাসে আগুন

রাজশাহীর গোদাগাড়ীতে চলন্ত বাসে আগুন

Rajshahi_Pet_Care
উত্তরবঙ্গ প্রতিদিনের সংবাদটি শেয়ার করুন

বাণী ইসরাইল হিটলার | গোদাগাড়ী প্রতিনিধি | উত্তরবঙ্গ প্রতিদিন :: রাজশাহীর গোদাগাড়ীতে  দুর্বিত্তের ছুড়া পেট্রোল বোমায় পুড়ে ছাই হয়েছে একটি চলন্ত বাস। ঐ বাসের নাম শিমু নুরতাজ। গাড়ির রেজিষ্ট্রেশন নাম্বার ঢাকা মেট্রো -ব ১৪-৫৯০১।  রবিবার (১৯ নভেম্বর) সন্ধ্যা ৫.৩০ টার দিকে রাজশাহী গোদাগাড়ী উপজেলার উদপাড়া (বসন্তপুর) এলাকায় এই ঘটনা ঘটে। 

 

প্রতিদিন মতই রবিবার বিকাল ৪.২০ মি: ৩০-৩৫ জন যাত্রী নিয়ে রাজশাহী থেকে চাপাইনবাবগঞ্জ এর উদ্দেশ্য ছেড়ে যায় বাসটি। এরপর বসন্তপুর মোড়ের কিছু আগে আসতেই দুর্বিত্তরা চলন্ত বাসে আগুন দিয়ে পালিয়ে যায়। ঘটনার কিছুক্ষণ পর গোদাগাড়ী উপজেলার ফায়ার সার্ভিসের একটি টিম উপস্থিত হয়ে আগুন নিয়ন্ত্রনে আনতে সক্ষম হয়। 

 

এসময় গাড়ির চালক বাবুর সাথে কথা বললে তিনি উত্তরবঙ্গ প্রতিদিনের প্রতিবেদককে জানান, বসন্তপুর মোড়ের কাছাকাছি আসতেই দেখতে পান, সামনে ১০-১৫ জনের একটি দল আগুন হাতে মটর সাইকেল নিয়ে দাঁড়িয়ে রয়েছে। বিষয়টি বুঝতে পেরে গাড়িটি পেছনে নেওয়ার চেস্টা করেন। কিন্তু পেছনে আরেকটি গাড়ি থাকার কারনে পেছনে যেতে পারেনি। পরে ঐ দলটি গাড়ির কাছে ছুটে এসে ইট পাটকেল ছুড়ে গাড়ির কাঁচ ভেঙে দেই সবাই মাথায় হেলমেট পরা ও মুখে মাক্স পরিহিত ছিল যার কারণে কাউকে চিনতে পারিনিএবং পেট্রোল বোমা মেরে আগুন ধরিয়ে দেয়। প্রাণের ভয়ে সবাই গাড়ি থেকে যে যেভাবে পেরেছে নেমে গেছে। এতে কারো তেমন কোন ক্ষয়ক্ষতি হয়নি বলে মনে করেন। কিছুক্ষণের মধ্যে পুরো গাড়িটি আগুনে পুড়ে ছাই হয়ে যায়। 

 

ঘটনাস্থলে উপস্থিত হওয়া রাজশাহী গোদাগাড়ী সার্কেল এসপি মো: সোহেল রানার সাথে কথা বললে তিনি উত্তরবঙ্গ প্রতিদিনের প্রতিবেদককে জানান, ঘটনার কিছুক্ষণের মধ্যে পুলিশ ও ফায়ার সার্ভিসের টিম এসে হাজির হয়েছে এবং আগুন নিয়ন্ত্রনে এনেছে। আপাতত হতাহতের কোন খবর পাওয়া যায়নি। এই ঘটনায় মামলা হবে কিনা জানতে চাইলে তিনি বলেন,  মামলার বিষয়টি বাসের মালিক সিদ্ধান্ত নিবে। এছাড়াও উর্ধতন কর্মকর্তার সাথে কথা বলে ঘটনার ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে। 

 

এদিকে বাস মালিকের ছোট ভাই সোহেল রানার সাথে কথা বললে তিনি বলেন, ঘটনার পরপর আমি এখানে এসেছি। এসে দেখছি পুরো বাস পুড়ে ছাই হয়ে গেছে।  মামলার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন,  আমাদের যেহেতু বাস মালিক সমিতি আছে তাদের সিদ্ধান্ত অনুযায়ী পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে। 

bus_burning_godagari

উত্তরবঙ্গ প্রতিদিনের সংবাদটি শেয়ার করুন

Discover more from UttorbongoProtidin.Com 24/7 Bengali and English National Newsportal from Bangladesh.

Subscribe to get the latest posts sent to your email.