কিন্তু প্রকৃত অর্থে এই সংবাদটি ভূয়া। আন্তর্জাতিক ফ্যাক্ট রিসার্চ ইন্টারনেট সংস্থাগুলো এই ভুয়া তথ্যের ব্যাখ্যা দিয়েছেন প্রমান সহকারে।
সেই ধারাবাহিকতায় উত্তরবঙ্গ প্রতিদিন সার্চ করে একই ছবি সহ ২০১৮ সালের একাধিক প্রতিবেদন খুঁজে পায়। ছবিটি নেপালের কোনও ২৫০-৩০০ বছর বয়সী বৌদ্ধ ভিক্ষুকের ছবি নয়। ২২ জানুয়ারি ২০১৮ প্রকাশিত মিরর-এর প্রতিবেদন অনুযায়ী ছবিটি তাইল্যান্ডের ব্যাংককের বৌদ্ধ ধর্মগুরু লুয়াং ফোর পিয়ান ( Luang Phor Pian)-এর। পিয়ান ৯২ বছর বয়সে মারা যান ২০১৭ সালের ১৬ নভেম্বর। পরের বছর জানুয়ারি মাসে বৌদ্ধ ধর্মের রীতি মেনে পিয়ানের দেহ ২০১৭ সালের ১৬ নভেম্বর। পরের বছর জানুয়ারি মাসে বৌদ্ধ ধর্মের রীতি মেনে পিয়ানের দেহ যখন দু়'মাস পর কফিন খুলে তোলা হয় দেখা যায় তিনি যেন হাসছেন।
রীতি অনুযায়ী নতুন পোষাক বদলের জন্য তাঁর দেহ কফিন থেকে খোলা হয়। ২০১৭ সালের ১৬ নভেম্বর। পরের বছর জানুয়ারি মাসে বৌদ্ধ ধর্মের রীতি মেনে পিয়ানের দেহ যখন দু়'মাস পর কফিন খুলে তোলা হয় দেখা যায় তিনি যেন হাসছেন। রীতি অনুযায়ী নতুন পোষাক বদলের জন্য তাঁর দেহ কফিন থেকে খোলা হয়।
নিচে আন্তর্জাতিক দি মিরর পত্রিকার লিংক দেখুন
প্রকাশক:ফাহমিদা খান, প্রধান সম্পাদক:এম.এ.হাবিব জুয়েল,বার্তা সম্পাদক : রমজান আলী কর্তৃক উত্তরা ক্লিনিক মোড়,উপশহর,বোয়ালিয়া,রাজশাহী-৬২০৩,বাংলাদেশ থেকে সম্পাদিত ও প্রকাশিত।বার্তা কক্ষ ০১৭১৫৩০০২৬৫ । ইমেইল: uttorbongoprotidin@gmail.com