bnp-Rajshahi-news-july
রাজশাহী থেকে সরকার পতন আন্দোলন শুরু হবে

রাজশাহী থেকে সরকার পতন আন্দোলন শুরু হবে

Rajshahi_Pet_Care
উত্তরবঙ্গ প্রতিদিনের সংবাদটি শেয়ার করুন

স্টাফ রিপোর্টার, উত্তরবঙ্গ প্রতিদিন :: বিএনপির ভাইস চেয়ারম্যান অধ্যাপক ডা. এজেডএম জাহিদ হোসেন বলেছেন, আগামী ২৮ জুলাই রাজশাহীতে নতুন ইতিহাস সৃষ্টি হবে। রাজশাহী থেকেই এক দফার আন্দোলনের ঘোষণা দেবেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। 

 

এ আন্দোলনের স্ফুলিঙ্গ দেশব্যাপী ছড়িয়ে দিতে হবে। আন্দোলনে হাসিনা সরকারের পতন হবে। বেগম জিয়ার মুক্তি হবে। তারেক রহমান বীরের বেশে দেশে ফিরবেন। সোমবার বেলা ১২টায় রাজশাহীর একটি কমিউনিটি সেন্টারে রাজশাহী মহানগর বিএনপি আয়োজিত ‘দেশ বাঁচাতে মেহনতি মানুষের পদযাত্রা বাস্তবায়ন’ প্রস্তুতি সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

 

 

অধ্যাপক এজেডএম জাহিদ হোসেন বলেন, দেশের সমস্ত শ্রমজীবী মানুষের স্বৈরাচার বিরোধী আন্দোলনে অংশ নেওয়ার জন্য পদযাত্রা কর্মসূচির ঘোষণা দেওয়া হয়েছে। ইতোমধ্যে দেশের কয়েকটি স্থানে এ কর্মসূচি সফলভাবে পালিত হয়েছে। রাজশাহীতেও আগামী ২৮ জুলাই এ কর্মসূচি পালিত হবে। আর এ কারণেই রাজশাহী বিভাগে পদযাত্রা সফল করার জন্য প্রস্তুতি সভার আয়োজন করা হয়েছে।

 

রাজশাহী মহানগর বিএনপির আহবায়ক বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট এরশাদ আলী ইশার সভাপতিত্বে এবং সদস্য সচিব মামুন অর রশিদের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মিজানুর রহমান মিনু, বিএনপি চেয়ারপারসনের বিশেষ সহকারী শামছুর রহমান শিমুল বিশ্বাস, যুগ্ম মহাসচিব হারুন অর রশিদ। অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির রাজশাহী বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু

 

এছাড়া অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- বিএনপির বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক রাজশাহীর সাবেক মেয়র মোসাদ্দেক হোসেন বুলবুল, রাজশাহী বিভাগের সহ সাংগঠনিক সম্পাদক সৈয়দ শাহীন শওকত খালেক, এএইচএম ওবায়দুর রহমান চন্দন, ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট শফিকুল হক মিলন, কৃষক দলের কেন্দ্রীয় কমিটির সভাপতি কৃষিবিদ হাসান জাফির তুহিন, সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবুল, শ্রমিক দলের কেন্দ্রীয় কমিটির সভাপতি আনোয়ার হোসেন, জাসাস কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক জাকির হোসেন রোকন, তাঁতী দল কেন্দ্রীয় কমিটির সভাপতি আবুল কালাম আজাদ, মৎস্যদল কেন্দ্রীয় কমিটির সভাপতি রফিকুল ইসলাম মাহতাব, বিএনপির নির্বাহী কমিটির সদস্য সৈয়দ সাইফুল ইসলাম মার্শাল এবং রাজশাহী জেলা বিএনপির সভাপতি বাবু বিশ্বনাথ সরকার।

 

 


উত্তরবঙ্গ প্রতিদিনের সংবাদটি শেয়ার করুন

Discover more from UttorbongoProtidin.Com 24/7 Bengali and English National Newsportal from Bangladesh.

Subscribe to get the latest posts sent to your email.