Bangladeshi actress Nusrat's movie is going to be released in Hindi
বাংলাদেশের নায়িকা নুসরাতের সিনেমা মুক্তি পেতে চলেছে হিন্দি ভাষাতে

বাংলাদেশের নায়িকা নুসরাতের সিনেমা মুক্তি পেতে চলেছে হিন্দি ভাষাতে

Rajshahi_Pet_Care
উত্তরবঙ্গ প্রতিদিনের সংবাদটি শেয়ার করুন

বিনোদন ডেস্ক, উত্তরবঙ্গ প্রতিদিনঃ- ঢাকাই সিনেমার নায়িকা নুসরাত ফারিয়া ভারতের নতুন সিনেমায় অভিনয় করেছেন। ফেব্রুয়ারি মাস থেকে কলকাতায় ‘রকস্টার’ নামের সিনেমার শুটিং শুরু করেন তিনি।

 

বিষয়টি জানিয়েছেন নুসরাত ফারিয়া নিজেই। এই অভিনেত্রী আরো জানান, ‘রকস্টার’ সিনেমায় তার বিপরীতে রয়েছেন কলকাতার নায়ক যশ দাশগুপ্ত। গেল ১৮ ফেব্রুয়ারি থেকে শুরু হয়ে শনিবার (০৫ মার্চ) পর্যন্ত টানা শুটিংয়ের মাধ্যমে সিনেমাটির দৃশ্যধারণের কাজ শেষ হয়েছে।

 

নুসরাত ফারিয়া বলেন, রবিবার (০৬ মার্চ) প্রায় তিন সপ্তাহ পর ঢাকায় ফিরছি। ফেরার সময় সুখবর নিয়ে আসছি। সেটা হচ্ছে, ‘রকস্টার’ সিনেমাটি হিন্দি সংস্করণে ভারতে মুক্তি পাবে।

 

‘রকস্টার’ সিনেমাটি নির্মাণ করছেন অংশুমান প্রত্যুষ। তিনি জানান, প্রতিশোধের গল্প নিয়ে এগিয়ে যাবে সিনেমাটি। যেখানে রকস্টারের যশের ভক্ত ফারিয়া। তাদের প্রেম-ভালোলাগার মধ্যেই চলে আসবে প্রতিশোধের গল্প।

 

এর আগে যৌথ প্রযোজনার পাশাপাশি কলকাতার সিনেমাতেও দেখা গেছে নুসরাত ফারিয়াকে। সেখানে তার অভিনীত ‘বিবাহ অভিযান’ ও ‌‘বিবাহ অভিযান-২’ সিনেমা মুক্তি পেয়েছে।


উত্তরবঙ্গ প্রতিদিনের সংবাদটি শেয়ার করুন

Discover more from UttorbongoProtidin.Com 24/7 Bengali and English National Newsportal from Bangladesh.

Subscribe to get the latest posts sent to your email.