Bangladesh_Election_in_international_media
বাংলাদেশের নির্বাচন নিয়ে আন্তর্জাতিক গনমাধ্যমে যা বলছে

বাংলাদেশের নির্বাচন নিয়ে আন্তর্জাতিক গনমাধ্যমে যা বলছে

Rajshahi_Pet_Care
উত্তরবঙ্গ প্রতিদিনের সংবাদটি শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক, উত্তরবঙ্গ প্রতিদিন :: বাংলাদেশের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে কয়েক দিন ধরে এই নির্বাচন ঘিরে গুরুত্ব সহকারে সংবাদ প্রকাশ করছে আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যম। বিবিসি, দ্য নিউইয়র্ক টাইমস, এএফপি, রয়টার্স, ওয়াল স্ট্রিট জার্নাল, আল-জাজিরার মতো বিশ্বের শীর্ষস্থানীয় সংবাদ মাধ্যমগুলোর শিরোনাম হয়েছে বাংলাদেশের নির্বাচন।

 

 

 

ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স বলছে, বাংলাদেশের সাধারণ নির্বাচন প্রধান বিরোধী দলের বয়কটে টানা চতুর্থ মেয়াদে সরকার গঠন করতে যাচ্ছে আওয়ামী লীগ নেতৃত্বাধীন জোট।

 

 

কাতার ভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, ভোট কেন্দ্র খোলার পরপরই ভোট দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধান বিরোধী দল বয়কট করা নির্বাচনে তিনি টানা চতুর্থ মেয়াদে জয়ী হতে চলেছেন।

 

 

তুরস্ক ভিত্তিক বার্তা সংস্থা আনাদোলুর প্রতিবেদনে বলা হয়েছে, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ৭ জানুয়ারির নির্বাচনে টানা ৪র্থ মেয়াদে জয়ী হতে চলেছেন।

 

 

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, হরতাল-অগ্নিসংযোগের মধ্যে বাংলাদেশের ভোটে প্রধানমন্ত্রী শেখ হাসিনা টানা ৪র্থ মেয়াদে জয়ী হতে পারেন।

 

 

ভারতের আরেক সংবাদমাধ্যম আনন্দবাজার জানিয়েছে, নৌকার জয় নিয়ে আশাবাদী হাসিনা। ভোট দিয়ে বেরিয়ে প্রধানমন্ত্রী জানান, দেশের জনগণের ওপর তার আস্থা রয়েছে। তার দলেরই জয় হবে বলে তিনি নিশ্চিত।

 

 

সংযুক্ত আরব আমিরাত ভিত্তিক সংবাদমাধ্যম খালিজ টাইমস জানিয়েছে, প্রধান বিরোধী দলের বয়কট এবং ভোটের আগে সহিংসতার মধ্যেই সাধারণ নির্বাচনে টানা চতুর্থ এবং সামগ্রিকভাবে পঞ্চম মেয়াদে জয়ী হতে যাচ্ছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

 

 

মার্কিন সংবাদ মাধ্যম সিএনএন বলছে, রবিবার বাংলাদেশের সাধারণ নির্বাচনের ভোট শুরু হয়েছে, যা প্রধান বিরোধী দল বয়কট করেছে। এই নির্বাচনের মাধ্যমে বিশ্বের সবচেয়ে দীর্ঘমেয়াদি নারী প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার টানা চতুর্থ মেয়াদে জয়ী হতে প্রস্তুত।

 

 

প্রতিবেদন প্রকাশ করেছে দ্য ইকোনমিক টাইমস। দ্য ইকোনমিক টাইমসের প্রতিবেদন শিরোনামে বলা হয়েছে- ‘নির্বাচনে ভোটগ্রহণ শুরু হয়েছে বাংলাদেশে : ১২ কোটি ভোটার বেছে নেবেন ২৯৯ জন সংসদ সদস্যকে।’


উত্তরবঙ্গ প্রতিদিনের সংবাদটি শেয়ার করুন

Discover more from UttorbongoProtidin.Com 24/7 Bengali and English National Newsportal from Bangladesh.

Subscribe to get the latest posts sent to your email.