bangladesh-lost-against-new-zealand
নিউজিল্যান্ডের বিপক্ষে হেরেছে বাংলাদেশ

নিউজিল্যান্ডের বিপক্ষে হেরেছে বাংলাদেশ

Rajshahi_Pet_Care
উত্তরবঙ্গ প্রতিদিনের সংবাদটি শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক, উত্তরবঙ্গ প্রতিদিন ::  ক্রাইস্টচার্চে সিরিজে নিজেদের তৃতীয় ম্যাচে নিউজিল্যান্ডের বিপক্ষে হেরেছে বাংলাদেশ। টস জিতে বল করার সিদ্ধান্ত নিলে পাহাড় সমান রান করেন গাপটিলরা। আর এই হারে ত্রিদেশীয় সিরিজে ফাইনালে খেলার স্বপ্ন শেষ হয়ে গেলো টাইগারদের। বুধবারের (১২ অক্টোবর) ম্যাচে প্রথমে ব্যাট করতে নেমে ২০ ওভারে টপ অর্ডারদের দুর্দান্ত ব্যাটিংয়ে পাঁচ উইকেটে ২০৮ রান করে নিউজিল্যান্ড। তাদের মধ্যে ওপেনার ফিন অ্যালেন (৩২), কনওয়ে (৬৪), গাপটিল (৩৪) রান করলেও তাদের লম্বা ইনিংসের মূল কারিগর ছিলেন গ্লেন ফিলিপস। ২৫০ স্ট্রাইট রেটে রান তোলা এই ব্যাটার ২৪ বলে করেন ৬০ রান। এর মধ্যে পাঁচটি ছক্কা ও দুটি চারের মার ছিল। বাংলাদেশি বলারদের প্রায় সবারই ইকোনমি ১০ এর ওপর। তবে দুটি উইকেট নিয়েছেন এবাদত হোসেন।

 

 

 

জবাবে ব্যাট করতে নেমে শান্ত-লিটনের জুটি ভালো শুরু করলেও তাদের ইনিংস লম্বা হয়নি। শান্ত ফিরেছেন ১১ রানে, আর লিটন ২৩। ওয়ান ডাউনে নামা সৌম্য ছন্দে ফিরছিলেন। তবে তার ইনিংসটিও লম্বা হয়নি। ফিরেছেন ২৩ রান করেন। তবে এদিন অনবদ্য ছিলেন সাকিব। এক পাশ আগে ব্ল্যাক ক্যাপদের ওপর আক্রমণ চালিয়ে যাচ্ছিলেন। তিনি যখন সাজঘরে ফেরেন তখন তার ব্যক্তিগত সংগ্রহ ৭০, স্ট্রাইট রেট ১৫৯।

 

 

 

সাকিবের পর অবশ্য অন্য কোনো ব্যাটার দুই অঙ্কের ঘরে পৌঁছতে পারেনি। তাই ৪৮ রানে তাদের হার মেনে নিয়ে মাঠ ছাড়তে হয়।  উজিল্যান্ডের টিম সৌদি, মিচেল দুটি করে উইকেট নিলেও অ্যাডাম মিলনে নিয়েছেন তিনটি উইকেট।ম্যাচ সেরা হয়েছেন গ্লেন ফিলিপস।

 

News Source: Ref:  BSS।  UP।   PNS।  BNA।  UNB ।  dbcnews ।  Google News।  Yahoo news ।  Bing news  । imdb

উত্তরবঙ্গ প্রতিদিনের সংবাদটি শেয়ার করুন

Discover more from UttorbongoProtidin.Com 24/7 Bengali and English National Newsportal from Bangladesh.

Subscribe to get the latest posts sent to your email.