Bagha_Chokrajapur_School.jpg
বাঘায় ছাত্রীকে শ্লীলতাহানির প্রতিবাদে শিক্ষককে পেটালো এলাকাবাসী

বাঘায় ছাত্রীকে শ্লীলতাহানির প্রতিবাদে শিক্ষককে পেটালো এলাকাবাসী

Rajshahi_Pet_Care
উত্তরবঙ্গ প্রতিদিনের সংবাদটি শেয়ার করুন

বাঘা প্রতিনিধি || উত্তরবঙ্গ প্রতিদিন :: রাজশাহীর বাঘা উপজেলার চকরাজাপুর উচ্চ বিদ্যালয়ে ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগ ওঠেছে। এরই পরিপ্রেক্ষিতে বৃহস্পতিবার বিকেলে ওই শিক্ষকের বিরুদ্ধে এক পরে ওই ছাত্রীর পরিবারের লোকজন ও স্থানীয়রা তাকে পিটিয়ে জখম করে। 

 

 

এক পর্যায়ে আহত ওই শিক্ষককে উদ্ধার করে বাঘা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

 

 

বাঘা চকরাজাপুর উচ্চ বিদ্যালয়ের একাধিক শিক্ষক জানান, শিক্ষক গোলাম মোস্তফা নবম শ্রেণির ক্লাসে গিয়ে বার্ষিক শিক্ষাসফরে যাওয়ার জন্য শিক্ষার্থীদের আবেদন করতে বলেন। সুন্দরবন এলাকায় তাদের সফর হওয়ার কথা থাকায় বানরের আক্রমণের সম্ভাবনা রয়েছে জানিয়েছে- কীভাবে বানরের আক্রমণ থেকে রক্ষা পাবে সেটি হাত নেড়ে শিক্ষার্থীদের বোঝানোর চেষ্টা করেন শিক্ষক মোস্তফা। এ সময় এক ছাত্রীর ওড়নায় তার হাতের স্পর্শ লাগে। পরে ছাত্রী ক্ষিপ্ত হয়ে তার অভিভাবকদের জানান। পরবর্তীতে তার অভিভাবকরা বিদ্যালয়ে এসে অফিস কক্ষে ঢুকে শিক্ষক মোস্তফাকে বাঁশ দিয়ে পিটিয়ে জখম করে। পরে স্থানীয়রাও এসে মারপিট করে। এতে ওই শিক্ষকের মাথায় জখম হয়। পাশাপাশি হাতের দুটি আঙ্গুলও ভেঙে যায়।

 

 

 

চকরাজাপুর উচ্চ বিদ্যালয়ের স্কুল কর্তৃপক্ষ বলছে, শিক্ষককে অফিসের তালা ভেঙ্গে মারপিট করা করা হয়েছে। পরে তারা থানায় বিষয়টি জানান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।

 

 

 

এ বিষয়ে রাজশাহী বাঘা থানার ওসি আমিনুল ইসলাম বলেন, অভিযোগের পরে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। ছাত্রীর আপত্তিকর স্থানে স্পর্শ করা হয়েছে বলে ওই শিক্ষকের বিরুদ্ধে থানায় অভিযোগ করেছে ছাত্রীর পরিবার। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। তদন্ত সাপেক্ষ আইনগত ব্যবস্থা নেয়া হবে।


উত্তরবঙ্গ প্রতিদিনের সংবাদটি শেয়ার করুন

Discover more from UttorbongoProtidin.Com 24/7 Bengali and English National Newsportal from Bangladesh.

Subscribe to get the latest posts sent to your email.