Bagha_AwamiLeague_leader_Babul_Death
রাজশাহীতে ২ পক্ষের সংঘর্ষে আওয়ামীলীগ নেতা বাবুলের মৃত্যু

রাজশাহীতে ২ পক্ষের সংঘর্ষে আওয়ামীলীগ নেতা বাবুলের মৃত্যু

Rajshahi_Pet_Care
উত্তরবঙ্গ প্রতিদিনের সংবাদটি শেয়ার করুন

বাঘা প্রতিনিধি || উত্তরবঙ্গ প্রতিদিন :: রাজশাহীর বাঘা উপজেলায় ২ পক্ষের সংঘর্ষে মাথায় আঘাত পেয়ে স্থানীয় আওয়ামী লীগ নেতা আশরাফুল ইসলাম বাবুল মারা গেছেন। বুধবার (২৬ জুন) বিকেল সাড়ে ৪টার দিকে তাকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। 

 

স্থানীয় বাসিন্দাদের বরাতে জানা যায়, এর আগে শনিবার (২২ জুন) দুপুরে উপজেরা চত্বরে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষে আহত হন তিনি।আশরাফুল ইসলাম বাঘা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছিলেন।

 

রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রের (আইসিইউ) ইনচার্জ আবু হেনা মোস্তফা কামাল মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।

 

স্থানীয়, পরিবার ও দলীয় সূত্র জানায়, শনিবার সকালে রাজশাহী জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও পাকুরিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মেরাজুল ইসলাম মেরাজের নেতৃত্বে ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম বাবুলের নেতৃত্বে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। এতে উভয় পক্ষের অন্তত ৫০ জন আহত হন। আহতদের মধ্যে ১৮ জনকে বাঘা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। বাঘা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম বাবুল ও আড়ানী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রফিকুল ইসলামকে আশঙ্কাজনক অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়।

 

রামেক হাসপাতালের আইসিইউ ইনচার্জ আবু হেনা মোস্তফা কামাল উত্তরবঙ্গ প্রতিদিনকে জানান, আশরাফুল ইসলামের মাথায় আঘাত লেগেছিল। সেখান থেকে ইনফেকশন হয়ে তার মৃত্যু হয়।

 

রাজশাহী জেলা পুলিশ সুপার সাইফুর রহমান বলেন, আওয়ামী লীগ নেতা আশরাফুল ইসলাম আহত হওয়ার ঘটনায় একটি মামলা করা হয়। সেই মামলায় ১০ জনকে গ্রেফতার করা হয়েছে।


উত্তরবঙ্গ প্রতিদিনের সংবাদটি শেয়ার করুন

Discover more from UttorbongoProtidin.Com 24/7 Bengali and English National Newsportal from Bangladesh.

Subscribe to get the latest posts sent to your email.