AwamiLeague_worker_arrested_by_rmp
রাজশাহী মেট্রো পুলিশের অভিযানে ২ দিনে বেলপুকুরের আওয়ামীলীগ নেতাসহ গ্রেফতার ২৫

রাজশাহী মেট্রো পুলিশের অভিযানে ২ দিনে বেলপুকুরের আওয়ামীলীগ নেতাসহ গ্রেফতার ২৫

Rajshahi_Pet_Care
উত্তরবঙ্গ প্রতিদিনের সংবাদটি শেয়ার করুন

ষ্টাফ রিপোর্টার, উত্তরবঙ্গ প্রতিদিন ::  ২০২৪ সালের ৫ আগস্ট বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে হামলা, নাশকতা ও সন্ত্রাসী কর্মকাণ্ডসহ বিভিন্ন অপরাধের অভিযোগে রাজশাহী মহানগরী মোট ১৮ জনকে গ্রেফতার করেছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ। 

 

৫ই আগষ্টের ঘটনায় নাশকতা ও সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগে গ্রেপ্তারকৃতরা হলেন – মো: শামীম রেজা (৩০), মো: জামাল উদ্দীন (৫৮) ও মাহফিদ আল রোহান (১৯) । শামীম রাজশাহী মহানগরীর কাটাখালী থানার কুখন্ডী শেখপাড়া গ্রামের ইউনুস আলীর ছেলে, জামাল উদ্দীন শাহমখদুম থানার নওদাপাড়া এলাকার মৃত আব্দুল জলিলের ছেলে এবং মাহফিদ আল রোহান নওগাঁ জেলার মহাদেবপুর থানার বিলমোহাম্মদপুর গ্রামের মো: মোহায়মেনুল ইসলামের ছেলে, বর্তমানে সে রাজশাহী মহানগরীর বোয়ালিয়া মডেল থানার বর্ণালীর মোড় এলাকায় বসবাস করেন।

 

রাজশাহী মেট্রোপলিটন পুলিশ মহানগরীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ৫ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলা, বিস্ফোরণ ঘটানো এবং সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগে ৩ জন, মাদক মামলায় ৫ জন, অন্যান্য অপরাধে ৯ জন এবং ওয়ারেন্টভূক্ত ১ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

 

অপরদিকে ২০২৪ সালের  ১৮ ই নভেম্বর রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) অভিযানে ৫ আগস্ট ২০২৪ খ্রিষ্টাব্দ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলা, নাশকতা ও সন্ত্রাসী কর্মকাণ্ডসহ বিভিন্ন অপরাধের অভিযোগে রাজশাহী মহানগরী বেলপুকুর ইউনিয়নের আওয়ামীলীগের সহ-সভাপতি মো: সাবের আলীসহ মোট ৭ জনকে আটক করা হয়েছে।

 

রাজশাহী মেট্রোপলিটন পুলিশের মিডিয়া মুখপাত্র অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার সাবিনা ইয়াসমিন সংবাদ বিজ্ঞপ্তিতে এ সকল তথ্য নিশ্চিত করেছে। এছাড়াও তিনি জানান গ্রেপ্তারকৃত সকলকে আদালতে সোপর্দ করা হয়েছে। 

News Source & Ref : BSS  BNA UNB dbcnews Google News।  Yahoo news ।  Bing newwiki। 

উত্তরবঙ্গ প্রতিদিনের সংবাদটি শেয়ার করুন

Discover more from UttorbongoProtidin.Com 24/7 Bengali and English National Newsportal from Bangladesh.

Subscribe to get the latest posts sent to your email.