
নিজস্ব প্রতিবেদক । উত্তরবঙ্গ প্রতিদিন :: এতদ্বারা সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, জনপ্রিয় নিউজ পোর্টাল উত্তরবঙ্গ প্রতিদিন ( UttorbongoProtidin.Com ) ১০ বছর অতিক্রম করে ১১ তম বর্ষে পদার্পণ করেছে। সেই সাথে উত্তরবঙ্গ প্রতিদিনে সংশ্লিষ্ট সকলকে জানাই নতুন বছর (২০২৬) সালের শুভেচ্ছা ও অভিনন্দন।
নতুন বছরে, প্রকাশকের সিদ্ধান্তক্রমে উত্তরবঙ্গ প্রতিদিন কর্তৃপক্ষ কর্তৃক প্রদানকৃত সকল জেলা, উপজেলা, থানা প্রতিনিধি, স্টাফ রিপোর্টার ও সম্পাদকবৃন্দের ‘প্রেস আইডি কার্ড ’ বাতিল করা হইল। এক্ষেত্রে কারোও ‘প্রেস আইডি কার্ড ’ এর মেয়াদ যদি আরোও বেশী থাকে সেক্ষেত্রেও ঐ ‘প্রেস আইডি কার্ড ’ বাতিল বলে গন্য হইবে।
আরোও উল্লেখ্য যে, সাম্প্রতিক সময়ে উত্তরবঙ্গ প্রতিদিন এর নাম ব্যবহার করে বোয়ালিয়া থানা ও নওগাঁ জেলায় বেশ কিছু ব্যাক্তি সাংবাদিক পরিচয় দিয়ে বিভিন্ন সাধারণ মানুষকে হয়রানী করছেন বলে খবর পাওয়া গেছে। বিধায় উত্তরবঙ্গ প্রতিদিন কর্তৃপক্ষ সকল ‘প্রেস আইডি কার্ড ’ বাতিলের সিদ্ধান্ত গ্রহন করেছে।
তাই উত্তরবঙ্গ প্রতিদিনের সাথে সংশ্লিষ্ট সকলকেত পুরাতন ‘প্রেস আইডি কার্ড’ জমা দিয়ে অফিসিয়াল ফর্ম পূরন করে পুনরায় কার্ড গ্রহন করার অনুরোধ জানানো যাচ্ছে।
এক্ষেত্রে বাতিলকৃত কোন ‘প্রেস আইডি কার্ড’ এর দ্বায়ভার উত্তরবঙ্গ প্রতিদিন কর্তৃপক্ষ গ্রহন করবেনা।জনস্বার্থে উত্তরবঙ্গ প্রতিদিন কর্তৃপক্ষ এই সিদ্ধান্ত গ্রহন করেছে ।
নির্দেশক্রমে
প্রকাশক
ফাহমিদা হাবীব খান
উত্তরবঙ্গ প্রতিদিন
সার্বিক যোগাযোগ – ০১৭৫৮৮০৪৩৮৯, ০১৭১৫৩০০২৬৫
