বোয়ালিয়া থানা (রাজশাহী মোট্রোপলিটন) আয়তন: ৩১.৬৯ বর্গ কিমি। অবস্থান: ২৪°২১´ থেকে ২৪°২৩´ উত্তর অক্ষাংশ এবং ৮৮°২৮´ থেকে ৮৮°৩৮´ পূর্ব দ্রাঘিমাংশ। সীমানা: উত্তরে পবা উপজেলা এবং শাহমখদুম থানা, দক্ষিণে গঙ্গা (পদ্মা) নদী এবং পবা উপজেলা, পূর্বে মতিহার থানা ও পবা উপজেলা, পশ্চিমে রাজপাড়া থানা ও পবা উপজেলা। জনসংখ্যা ১৭১২৫২; পুরুষ ৯০৫০০, মহিলা ৮০৭৫২। মুসলিম ১৫৭৯৪০, হিন্দু ১২৮৩৯, বৌদ্ধ ৩২৯, খ্রিস্টান ৩৮ এবং অন্যান্য ১০৬। প্রশাসন বোয়ালিয়া থানা গঠিত হয় ১৯৮৭ সালে।শিক্ষার হার, শিক্ষা প্রতিষ্ঠান গড় হার ৬৯.৩৪%; পুরুষ ৭৫.৩৯%, মহিলা ৬৬.৪৩%। উল্লেখযোগ্য শিক্ষা প্রতিষ্ঠান: রাজশাহী বিশ্ববিদ্যালয় কলেজ (১৮৭৩), রাজশাহী মেডিক্যাল কলেজ (১৯৪৯), রাজশাহী কলেজিয়েট স্কুল (১৮২৮), পি এন বালিকা মাধ্যমিক বিদ্যালয় (১৮৮৬)।