attempt_to_arrest_awami_family_in_rajshahi_poba
রাজশাহী পবায় আওয়ামী পরিবারকে বিএনপি আখ্যা দিয়ে গ্রেফতারের চেস্টা (ভিডিওসহ)

রাজশাহী পবায় আওয়ামী পরিবারকে বিএনপি আখ্যা দিয়ে গ্রেফতারের চেস্টা (ভিডিওসহ)

Rajshahi_Pet_Care
উত্তরবঙ্গ প্রতিদিনের সংবাদটি শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক, উত্তরবঙ্গ প্রতিদিন :: দেশের চলমান পরিস্থিতিতে আওয়ামী লীগের নেতা-কর্মীদের সাবধানে থাকতে বলেছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের প্রবীন নেতা ওবায়দুল কাদের । এরই মধ্যে রাজশাহী অঞ্চলের নেতা কর্মীরাও ব্যাতিক্রম নন। 

 

 

আর এরই মধ্যে সম্প্রতি রাজশাহী পবা থানাধীন পিল্লাপাড়া এলাকায় একটি আওয়ামী লীগ পরিবারকে বিএনপি আখ্যা দিয়ে গ্রেফতার করানোর অপচেস্টা চালাচ্ছে সবুজ নামের একজন কথিত সাংবাদিক এবং পবা থানার তালিকাভুক্ত বিস্ফোরক ও নাশকতা মামলার আসামী তরিকুল ইসলাম ওরফে এ্যাটম। কথিত সাংবাদিক সবুজ ও তরিকুল ইসলাম ওরফে এ্যাটম পরস্পর প্রতিবেশী ও ঘনিষ্ঠ বন্ধু।

 

আজ বুধবার সকাল ১১ টার সময় রাজশাহী মহানগরীর একটি রেষ্টুরেন্টে সংবাদ সম্মেলন করে এমনটিই অভিযোগ করেছেন ভুক্তভোগী পরিবারের সদস্য  রেফাজুল ইসলাম রেফা। 

 

সংবাদ সম্মেলনকারী রেফাজুল ইসলাম রেফার স্থানীয় বাড়ি রাজশাহী পবা পিল্লাপাড়া এলাকায়। রেফার পিতার নাম নুরুল ইসলাম। রেফা একজন সরকারী পুরস্কার প্রাপ্ত গরু খামারী।

ভিডিও দেখুন নিচের লিংকে

https://fb.watch/tFW_oW7ryK/

 

উক্ত সংবাদ সম্মেলনে রেফাজুল ইসলাম রেফা বলেন – ২০২৪ সালের গত ৩০ জুলাই মঙ্গলবার আমার নামে কিছু স্বার্থন্বেশী মহল আমাকে সমাজের কাছে হেয় প্রতিপন্ন ও মানহানিকর তথ্য দিয়ে রাজশাহী স্থানীয় পত্রিকা দৈনিক উত্তরা প্রতিদিন ও দৈনিক শানশাইন পত্রিকায় উদ্দেশ্যমূলকভাবে মিথ্যা ভিত্তিহীন সংবাদ প্রচার করেছে । 

 

সংবাদের শিরোনামে বলা হয়েছে, রাজশাহী পবায় ছাত্রদল নেতা ‘দুই ভাই’ এর সন্ত্রাসী তান্ডবে আতঙ্কিত এলাকাবাসী নামে একটি শিরোনামে সংবাদ প্রকাশ করা হয়। কিন্তু আমি ও আমার পরিবার জন্মলগ্ন থেকেই আওয়ামী লীগ রাজনীতির সাথে জড়িত যার একাধিক প্রমানাদি আমার কাছে আছে । কিছু কুচক্রী মহল আমার পারিবারিক জমি নিয়ে দ্বন্দকে কেন্দ্র করে আমার কাছে মোটা অঙ্কের অর্থ দাবি করে, যে অর্থ দিতে আমি রাজি না হলে আমার নামে মিথ্যা সংবাদ প্রচার করে, যে সংবাদের আমি তীব্র প্রতিবাদ ও নিন্দা জানাচ্ছি। ইতিপূর্বে আমার নামে এমন কোন অভিযোগ বা প্রমান নাই যে আমি বিএনপির রাজনীতি সাথে জড়িত । 

 

আরও উল্লেখ্য যে, আমার জমিকে কেন্দ্র করে রাজশাহীর স্থানীয় দৈনিক সানসাইন পত্রিকার সাংবাদিক পরিচয় দানকারী সবুজ আমার কাছে নগদ তিন লক্ষ( ৩,০০,০০০) টাকা দাবি করে। দাবিকৃত অর্থ আমি দিতে না রাজি হলে আমার নামে রাজশাহী পবা থানায় মিথ্যা বানোয়াট ভিত্তিহীন অভিযোগ করে। এমতবস্থায় আমি ও আমার পরিবার নিরাপত্তাহীনতায় ভুগছি । রাজশাহী পবা থানার পিল্লপাড়া এলাকার বাসিন্দা কুখ্যাত সন্ত্রাসী ও বিএনপি জামাতের সুরা সদস্য বিস্ফোরণ মামলার আসামী তরিকুল ইসলাম ওরফে এ্যাটম আমার জমি নিয়ে দীর্ঘদিন যাবত অবৈধভাবে ভোগ দখল করে আছে এবিষয়ে রাজশাহী আদালতে মামলা চলমান আছে । এই বিষয়কে কেন্দ্র করে আমি ও আমার পরিবারকে বিভিন্ন সময় প্রাণ নাশের হুমকি দিয়ে আসছে । আমার জমির বিষয়ে মহামান্য আদালত থেকে দুইবার আমার পক্ষে রায় দিয়েছে । রায় পাওয়ার পর আমি আমার জমি বুঝে নিতে গেলে উল্টা আমার নামেই আদালতে মিথ্যা ভাংচুর মামলা করে । আমি আমার পৈতৃিক জমি ফিরে পেতে চাই এ বিষয়ে একাধিকবার পবা এসিল্যন্ড অফিসের সার্ভেয়ার দ্বারা মাপ যোগ সম্পন্ন করে আমার জমির সীমানা নির্ধারন করে দেয় এরপরেও এ্যাটম ও তার ভাই চিমশা আমার জমি বুঝিয়ে দিতে অস্বীকৃতি জানায় । 

 

আর এরই সূত্র ধরে আমারই এলাকার কথিত সাংবাদিক সবুজ তরিকুল ইসলাম ওরফে এ্যাটমের সহযোগিতায় আমার নামে মিথ্যা ভিত্তিহীন সংবাদ প্রচার করেছে,যা অত্যন্ত দু:খজনক । উক্ত বিষয়ে প্রেস কাউন্সিল বরাবর এবং রাজশাহীর আদালতে মামলা দায়ের করার প্রক্রিয়া চলমান রয়েছে।

 

সংবাদ সম্মেলনে রেফাজুল ইসলাম রেফা রাজশাহী জেলা যুবলীগের পবা থানাধীন  ২ নং ওয়ার্ডের যুবলীগের সদস্য কার্ড প্রদর্শন করে আরোও বলেন প্রয়োজনে আমি থানা যুবলীগের প্রত্যায়ন পত্রও প্রদান করতে পারব।


উত্তরবঙ্গ প্রতিদিনের সংবাদটি শেয়ার করুন

Discover more from UttorbongoProtidin.Com 24/7 Bengali and English National Newsportal from Bangladesh.

Subscribe to get the latest posts sent to your email.