asi-ashraful-of-apbn-beat-an-old-man-in-rajshahi-durgapur
রাজশাহী দুর্গাপুরে বৃদ্ধকে পেটালেন এপিবিএনের এএসআই আশরাফুল

রাজশাহী দুর্গাপুরে বৃদ্ধকে পেটালেন এপিবিএনের এএসআই আশরাফুল

Rajshahi_Pet_Care
উত্তরবঙ্গ প্রতিদিনের সংবাদটি শেয়ার করুন

ষ্টাফ রিপোর্টার, উত্তরবঙ্গ প্রতিদিন :: রাজশাহীর দুর্গাপুরে ৬৫ বছর বয়সী ১ বৃদ্ধ দুধ বিক্রেতাকে চড়-থাপ্পড় মেরে অজ্ঞান করে হাসপাতালে পাঠানোর অভিযোগ উঠেছে। বর্তমানে আশরাফুল আমর্ড ব্যাটালিয়ন পুলিশের (এপিবিএন) সদর দপ্তরে সংযুক্ত রয়েছেন। তার স্থানীয় বাড়ি দুর্গাপুরেই। ছুটি পেয়ে বাড়িতে এসে তিনি এই ঘটনা ঘটিয়েছেন। গত শুক্রবার বিকেল ৪টার দিকে উপজেলার দুর্গাপুর পৌর সদরের পূর্ব সিংগা তেঁতুলতলা এলাকায় ঘটনাটি ঘটেছে। ওই বৃদ্ধের নাম ফজলু শেখ। তিনি দুর্গাপুর পৌরসভার বহরমপুর এলাকার বাসিন্দা।তার বয়স ৬৫ বছর।

 

 

গত রাতেই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে বাড়ি গেছেন ফজলু। তার আগে অবশ্য ওই এএসআইয়ের বিরুদ্ধে দুর্গাপুর থানায় লিখিত অভিযোগ করেছেন তিনি। অভিযুক্ত এএসআই আশরাফুলের বাড়ি পৌর সদরের পূর্ব সিংগা এলাকায়। তার পৈতৃক নিবাস নওগাঁ জেলায় হলেও বর্তমানে নানা বাড়ি দুর্গাপুরে বসবাস করেন। তার বাবা মৃত জসিম উদ্দিনও পুলিশে চাকরি করেছেন। 

 

প্রত্যক্ষদর্শী ও থানায় দায়ের করা লিখিত অভিযোগ সূত্রে জানা যায়, গতকাল বিকেল ৪টার দিকে দুধ বিক্রির উদ্দেশে বাড়ি থেক বের হন ফজলু। পূর্ব সিংগা তেঁতুলতলা এলাকার ইনসান আলির বাড়িতে দুধ দিতে গেলে পাশের বাড়ি থেকে আশরাফুল দ্রুত বের হয়েই হঠাৎ ওই বৃদ্ধকে চড়-থাপ্পড় মারতে থাকেন। এলোপাতাড়ি চড়-থাপ্পড়ের একপর্যায়ে ফজলু জ্ঞান হারিয়ে মাটিতে পড়ে যান। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। প্রাথমিক চিকিৎসায় সুস্থ হয়ে রাতেই আশরাফুলের বিরুদ্ধে দুর্গাপুর থানায় লিখিত অভিযোগ করেন তিনি।

 

ফজলু শেখের ছেলে রুবেল হোসেন উত্তরবঙ্গ প্রতিদিনকে জানান, তার বাবা দুধ বিক্রি করে কোনো রকম সংসার চালান। বাড়িতে পোষা গাভির দুধ এলাকার বিভিন্ন গ্রামে বাড়ি বাড়ি গিয়ে বিক্রি করেন। তার জানা মতে পুলিশের ওই এএসআইয়ের সঙ্গে তাদের কোনো শত্রুতা নেই। অহেতুক কেন তার বাবাকে মারা হলো পুলিশ বাহিনীর কাছে এ ঘটনার সুষ্ঠু বিচারের দাবি জানান তিনি।

 

তিনি আরও জানান, এর আগেও আশরাফুলের বিরুদ্ধে দুর্গাপুরের অনেক মানুষকে নির্যাতনের অভিযোগ রয়েছে। তার বিরুদ্ধে জোরপূর্বক অন্যের জমি দখল, বাগানের আমগাছ কাটা, বিষ দিয়ে পুকুরের মাছ নিধন, বাড়িঘর ভাঙচুর ও এক ব্যবসায়ীকে প্রাণনাশের হুমকি দেওয়ারও অভিযোগ রয়েছে। এসব ঘটনায় আশরাফুলের বিরুদ্ধে রাজশাহীর আদালতে একাধিক মামলাও চলমান রয়েছে বলে তিনি জানান। এই ঘটনা সম্পর্কে জানতে এএসআই আশরাফুল ইসলামের ব্যবহৃত মুঠোফোনে একাধিকবার কল করা হলেও কল রিসিভ না হওয়ায় তার বক্তব্য জানা যায়নি।

 

এই বিষয়ে জানতে চাইলে রাজশাহী দুর্গাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) নাজমুল হক উত্তরবঙ্গ প্রতিদিনকে জানান, এ ঘটনায় শুক্রবার রাতে বৃদ্ধ ফজলু শেখ থানায় লিখিত অভিযোগ করেছেন। অভিযুক্ত আশরাফুল যেহেতু পুলিশ সদস্য তাই ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে বিষয়টির সঠিক তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।


উত্তরবঙ্গ প্রতিদিনের সংবাদটি শেয়ার করুন

Discover more from UttorbongoProtidin.Com 24/7 Bengali and English National Newsportal from Bangladesh.

Subscribe to get the latest posts sent to your email.