এটার সাথে অর্থাৎ এই লভে বা ভালোবাসা প্রেম এটার সাথে আপনার হার্ট অর্থাৎ হৃদয়ের কোন সম্পর্ক নেই এবং আপনি কি এটা জানেন যে লোকেরা সত্যকথা তুলনায় মিথ্যে কথা এবং গুজবে তাড়াতাড়ি এবং বেশি বিশ্বাস করে , যদি লোকেদের আপনি সত্য কথা সত্য ঘটনা বলেন তাহলে তারা সেই কথায় চট করে বিশ্বাস করে না, কিন্তু যদি আপনি তাদেরকে মিথ্যা কথা গুজব কথা বলেন তাহলে লোকেরা এটিকে তাড়াতাড়ি এবং সহজেই বিশ্বাস করা শুরু করে দেয়। এর সাথে সাথে আর আপনি কি জানেন? যে সত্য কথা বা ঘটনার তুলনায় মিথ্যে কথা বা গুজব খুব শীঘ্রই ছড়িয়ে পড়ে ।
আমরা এমনই কিছু সাইকোলজিক্যাল বিষয় তুলে ধরেছি যা আপনাকে এ বিষয়ে আগের চেয়ে অনেক বেশি জানতে সাহায্য করবে।
🔻আত্মহত্যার সিদ্ধান্ত নেওয়া একজন মানুষকে ওই পথ থেকে ফিরিয়ে আনতে মাত্র ৩ ঘণ্টা সময় বোঝালেই হয়।
🔻প্রথম ডেটে কুকুর সাথে নিয়ে গেলে সম্পর্ক প্রেমের দিকে গড়ানোর সম্ভাবনা ৩ গুণ বেড়ে যায়।
🔻জীবনের কোনো গুরুত্বপূর্ণ সময়ের সময় শোনা গানই তার কাছে প্রিয় হয়ে ওঠে।
🔻কিছু মানুষের মধ্যে সুখী হওয়ার ভয়ও কাজ করে।
🔻ফোন হারানোর পর যে মানসিক অবস্থা হয় তা জঙ্গি হামলা মুখোমুখি হওয়ার সমান।
🔻সৃজনশীল হতে ভালো আইডিয়ার দরকার নেই, দরকার অনেক অনেক আইডিয়া।
🔻পার্কে ২০ মিনিট হাঁটলে মন সব সময় আনন্দে ভরে থাকে।
🔻গান শুনতে শুনতে কাজ করলে সৃজনশীলতা কমে যায়।
🔻মনে রাখার জন্য লেখার চেয়ে আঁকা অধিক কার্যকর।
প্রকাশক:ফাহমিদা খান, প্রধান সম্পাদক:এম.এ.হাবিব জুয়েল,বার্তা সম্পাদক : রমজান আলী কর্তৃক উত্তরা ক্লিনিক মোড়,উপশহর,বোয়ালিয়া,রাজশাহী-৬২০৩,বাংলাদেশ থেকে সম্পাদিত ও প্রকাশিত।বার্তা কক্ষ ০১৭১৫৩০০২৬৫ । ইমেইল: uttorbongoprotidin@gmail.com