anant-jalil-gave-2-lakh-rupees-for-the-treatment-of-the-devotee
অনন্ত জলিল এবার ভক্তের চিকিৎসায় ২ লাখ টাকা দিলেন

অনন্ত জলিল এবার ভক্তের চিকিৎসায় ২ লাখ টাকা দিলেন

Rajshahi_Pet_Care
উত্তরবঙ্গ প্রতিদিনের সংবাদটি শেয়ার করুন

বিনোদন প্রতিবেদক, উত্তরবঙ্গ প্রতিদিন :: দিন: দ্য ডে’ সিনেমার প্রচারে বগুড়ায় গিয়ে এক ভক্তের চিকিৎসায় দুই লাখ টাকা দিয়েছেন চিত্রনায়ক ও প্রযোজক অনন্ত জলিল। বৃহস্পতিবার (১৪ জুলাই) দুপুর পৌনে ১টায় হেলিকপ্টারে বগুড়ার কাহালু উপজেলার কালীপাড়া ইসমাইল হোসেন উচ্চ বিদ্যালয়ে অবতরণ করেন অনন্ত জলিল ও তার স্ত্রী চিত্রনায়িকা বর্ষা। তাদের দেখতে ভিড় করেন স্থানীয়রা। সেখানে আগে থেকেই অপেক্ষা করছিলেন উপজেলার নিমারপাড়া গ্রামের মোজাম হোসেনের ছেলে সোহেল রানা (২৫)। এ সময় তাদের ফুল দিয়ে শুভেচ্ছা জানান তিনি। এরপর তার সঙ্গে দুপুরের খাওয়া শেষে বিকালে বগুড়া শহরের চেলোপাড়ায় মধুবন সিনেপ্লেক্সে সিনেমা দেখেন অনন্ত-বর্ষা। রানাকে মঞ্চে নিয়ে হাত নেড়ে দর্শকদের শুভেচ্ছা জানান।

পারিবারিক সূত্রে জানা গেছে, ছোটবেলা থেকেই দুই পায়ের সমস্যা কারণে হাঁটাচলা করতে পারেন না সোহেল রানা। ক্রাচে ভর দিয়ে চলাফেরা করতে হয়।

 

অনন্ত জলিল বলেন, ‘সমাজে প্রতিষ্ঠিত বড় বড় সচিব, আমলা ও ব্যবসায়ীর জন্ম গ্রামে। এ জন্য গ্রামকে কখনও ছোট করে দেখা যাবে না। বগুড়াতে আসার অন্যতম কারণ ভক্ত রানাকে দেখা। তার মন-মানসিকতা আমাদের চেয়ে উন্নত। এজন্য ওর বাবা-মাকে আমার পক্ষ থেকে অনেক ধন্যবাদ। রানার সুবাদে আজ আমি আপনাদের কাছে আসতে পেরে গর্ববোধ করছি।’

 

তিনি আরও বলেন, ‘রানাকে ঢাকায় নিয়ে যাবো। পাসপোর্ট করার পর চিকিৎসার জন্য থাইল্যান্ডে নিয়ে যাবো। আমি চেষ্টা করবো। রানার সুস্থ হওয়ার বিষয়টি মহান আল্লাহ তাআলার ইচ্ছার ওপর নির্ভর করছে।’

 

বর্ষা বলেন, ‘আমি গ্রামের মেয়ে। গ্রামেই বড় হয়েছি। রানার জন্য আবারও গ্রামে আসতে পেরে খুব ভালো লাগছে।’ ‘দিন:দ্য ডে’ সিনেমা প্রসঙ্গে তিনি বলেন, ‘দেশের চলচ্চিত্রের ধারায় অনেক পরিবর্তন এসেছে। আমরাও হলিউড-বলিউডের মতো চলচ্চিত্র করতে পারি। এ চলচ্চিত্রের গল্প, অভিনয় ও অ্যাকশন দর্শকদের ভালো লাগবে।’


International  News Source & Ref : CNN।  BBC।  AL-JaziraAPNY TIMESGoogle News।  Yahoo news ।  Bing news 

উত্তরবঙ্গ প্রতিদিনের সংবাদটি শেয়ার করুন

Discover more from UttorbongoProtidin.Com 24/7 Bengali and English National Newsportal from Bangladesh.

Subscribe to get the latest posts sent to your email.