amader_jonmovumi_newspaper_program

রাজশাহীতে দৈনিক আমাদের জন্মভুমি পত্রিকার আলোচনা সভাসহ দোয়া মাহফিল অনুষ্ঠিত

Rajshahi_Pet_Care
উত্তরবঙ্গ প্রতিদিনের সংবাদটি শেয়ার করুন

বানী ইসরাইল হিটলার|| উত্তরবঙ্গ প্রতিদিন ::  আজ রবিবার ( ৩০ জুন ২০২৪ইং)  বিকাল ৫ টার সময়  রাজশাহী থেকে সম্পাদিত ও প্রকাশিত দৈনিক আমাদের জন্মভুমি পত্রিকার আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। 

 

 

রাজশাহী মহানগরীর শালবাগন সুপুরাস্থ প্রধান কার্যালয়ে  নির্বাহী সম্পাদক সোহেল রানার সভাপতিত্বে ও সহকারী বার্তা সম্পাদক তন্ময় দেবনাথের সঞ্চালনায় উক্ত আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। 

 

উক্ত অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন দৈনিক আমাদের জন্মভুমি পত্রিকার মফস্বল সম্পাদক ইলিয়াস মোল্লা, মো খরশেদ আলম, ব্যবস্থাপনা সম্পাদক শাহাবুদ্দি শিহাব ও ক্রাইম রিপোর্টার রত্না খাতুনসহ পত্রিকার প্রতিনিধিবৃন্দ।

 

এ ছাড়াও বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন রাজশাহী পদ্মা প্রেসক্লাবের প্রধান উপদেষ্টা ও উত্তরবঙ্গ প্রতিদিন পত্রিকার প্রধান সম্পাদক এম.এ.হাবীব জুয়েল ও রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাবের সিনিয়র সহ সভাপতি আলাউদ্দীন মন্ডল।

 

উক্ত অনুষ্ঠানে বক্তারা বলেন – একজন সাংবাদিক, দেশ ও জাতির দর্পন । বিধায় একটি পত্রিকা মানেই সাংবাদিক গড়ার কারিগর। তাই প্রতিটি পত্রিকার সাংবাদিক ও সম্পাদকমন্ডলীর উচিৎ যুগোপযোগী সংবাদ প্রচারের মাধ্যমে দেশ ও জাতিকে বিশ্বের দরবারে সমুন্নত রাখা। এছাড়া সন্ত্রাস ও জঙ্গীমুক্ত বাংলাদেশ গড়তে প্রত্যেকটি সাংবাদিকের ভূমিকা অনন্য। বিধায় গনমাধ্যম যেন গনজাগরণের মঞ্চ হয় সেটাই আমাদের লক্ষ্য রাখা উচিৎ।

 

এছাড়াও উক্ত দোয়া মাহফিল অনুষ্ঠানে  আন্তর্জাতিক নারী ও শিশু পাচারকারী চক্রের কবল থেকে মুক্ত হওয়া নারায়ণগঞ্জের  সাংবাদিক কন্যা ১২ বছরের শিশু মরিয়ম আফনান রাহার জন্য দোয়া করা হয়।

 

উল্লেখ্য যে,  নারায়ণগঞ্জের  সাংবাদিক কন্যা ১২ বছরের শিশু মরিয়ম বর্তমানে  আসামের গুয়াহাটির একটি সেভ হোমে আছে। ঘটনার সুত্রে জানা যায়, গত  ১৪ জুন মধ্য রাতে বনগাইগাঁ স্টেশনের যে পুলিশের কাছে দৌড়ে গিয়ে আংকেল আমাকে বাঁচান সাহায্য চায় শিশু মরিয়ম কিন্তু পরবর্তীতে ১৬ই জুন ভারত পুলিশ অবৈধ অনুপ্রবেশের মামলা দিয়ে আদালতের নির্দেশে তাকে সেফ হোমে পাঠিয়ে দেন।  

 

পরিশেষে শিশু মরিয়ম ও  অত্র পত্রিকার সকলের সুসাস্থ কামনা করে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।


উত্তরবঙ্গ প্রতিদিনের সংবাদটি শেয়ার করুন

Discover more from UttorbongoProtidin.Com 24/7 Bengali and English National Newsportal from Bangladesh.

Subscribe to get the latest posts sent to your email.