all-rajshahi-trains-have-been-canceled-due-to-rabi-admission-test
রাজশাহী বিশ্ববিদ্যালয়

রাবি ভর্তি পরীক্ষার কারণে রাজশাহীর সব ট্রেনের সাপ্তাহিক ছুটি বাতিল

Rajshahi_Pet_Care
উত্তরবঙ্গ প্রতিদিনের সংবাদটি শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক, উত্তরবঙ্গ প্রতিদিন ::  রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষাকে ঘিরে শিক্ষার্থীদের বাড়তি চাপ সামলাতে বাংলাদেশ রেলওয়ে রাজশাহীর পথের সব কটি ট্রেনের সাপ্তাহিক ছুটি বাতিল করেছে। এ ছাড়া ১১টি ট্রেনে অতিরিক্ত কোচ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। আজ শনিবার বিকেলে পশ্চিমাঞ্চল রেলওয়ের মহাব্যবস্থাপক অসীম কুমার তালুকদার উত্তরবঙ্গ প্রতিদিনকে এ তথ্য নিশ্চিত করেছেন। ২৫ জুলাই থেকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা শুরু হয়ে শেষ হবে ২৭ জুলাই। এ সময়ে রাজশাহী শহরে আসবেন বিপুলসংখ্যক শিক্ষার্থী ও অভিভাবক। রাজশাহী বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, ২৫ জুলাই সি ইউনিট (বিজ্ঞান), ২৬ জুলাই এ ইউনিট (মানবিক) এবং ২৭ জুলাই বি ইউনিটের (বাণিজ্য) ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। এই তিন দিনের পরীক্ষায় তিন ইউনিটে ২০২১-২২ সেশনে অংশ নিচ্ছেন ১ লাখ ৭৮ হাজার ২৬৮ জন ভর্তি-ইচ্ছুক।

 

যার মধ্যে এ ইউনিট থেকে ৬৭ হাজার ২৩৭ জন, বি ইউনিট থেকে ৩৮ হাজার ৬২১ জন এবং সি ইউনিটে ৭২ হাজার ৪১০ জন রয়েছেন।এত শিক্ষার্থীর সঙ্গে রাজশাহীতে বিপুল পরিমাণ অভিভাবকেরও আগমন ঘটে। তাই এই সময় শহরকে পরীক্ষাকালীন চাপ বহন করতে হয়। এতে আবাসন, যাতায়াত, খাবারসহ প্রায় জিনিসের দাম বেড়ে যায় এখানে। খোঁজ নিয়ে জানা গেছে, ইতিমধ্যে শহরের সব হোটেল বুকিং হয়ে গেছে। এদিকে মেসগুলোয় ভর্তি-ইচ্ছুক শিক্ষার্থীদের সঙ্গে অভিভাবকদের থাকতে গেলে প্রতি রাতে ২০০ থেকে ৫০০ টাকা গুনতে হবে। ভর্তি পরীক্ষার জন্য রাজশাহী আসা এবং রাজশাহী থেকে ফেরার টিকিট নিয়ে এরই মধ্যে শুরু শুরু হয়ে গেছে হট্টগোল। ঢাকায় শিক্ষার্থীরা রেলপথে বসে বিক্ষোভও করেছেন। ইতিমধ্যে বাসের টিকিটও পাওয়া যাচ্ছে না। এ অবস্থায় পশ্চিমাঞ্চল রেলওয়ে কর্তৃপক্ষ শিক্ষার্থীদের ভোগান্তি কমাতে ট্রেনের সাপ্তাহিক ছুটি ও ট্রেনে বাড়তি কোচ লাগানোর সিদ্ধান্ত নিয়েছে।

 

রেলওয়ে কর্তৃপক্ষ জানিয়েছে, রাজশাহীর পথে বিভিন্ন জেলার সব কটি ট্রেনের সাপ্তাহিক ছুটি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা উপলক্ষে বাতিল করা হয়েছে। এ ছাড়া রাজশাহীর পথের ১১টি ট্রেনে এক বা একাধিক শোভন ও এসি চেয়ারের কোচ লাগানোর সিদ্ধান্ত নিয়েছে।

 

 

ঢাকা-রাজশাহীর পথের সিল্কসিটি, পদ্মা, ধূমকেতু এক্সপ্রেস ট্রেনে একটি করে শোভন চেয়ারের কোচ লাগানো হবে। বনলতা এক্সপ্রেস ট্রেনে থাকবে অতিরিক্ত তিনটি শোভন চেয়ারের কোচ। লালমণি এক্সপ্রেসে একটি এসি কোচ থাকবে, রংপুর এক্সপ্রেস ট্রেনে একটি শোভন আর একটি কেবিন যুক্ত করা হবে। এর মাধ্যমে শিক্ষার্থীরা এসে নাটোরে নামতে পারবেন। কুড়িগ্রাম এক্সপ্রেসে একটি এসি চেয়ার কোচ যুক্ত করা হবে।

 

 

বাংলাবান্ধা এক্সপ্রেসে একটি এসি ও একটি শোভন চেয়ারের কোচ লাগানো হবে। কপোতাক্ষ ও মধুমতি এক্সপ্রেসে একটি করে শোভন চেয়ারের কোচ থাকবে। টুঙ্গিপাড়া এক্সপ্রেস ট্রেনে দুটি শোভন চেয়ারের কোচ লাগানোর সিদ্ধান্ত হয়েছে।


News Source: Ref:  BSS।  UP।   PNS।  BNA।  UNB ।  dbcnews ।  Google News।  Yahoo news ।  Bing news  । imdb

উত্তরবঙ্গ প্রতিদিনের সংবাদটি শেয়ার করুন

Discover more from UttorbongoProtidin.Com 24/7 Bengali and English National Newsportal from Bangladesh.

Subscribe to get the latest posts sent to your email.