চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি || উত্তরবঙ্গ প্রতিদিন :: রাজশাহী বিভাগের সীমান্তবর্তী জেলা চাঁপাইনবাবগঞ্জ গোমস্তাপুর উপজেলার রোকনপুর সীমান্তে গুলিতে নিহত বাংলাদেশি যুবক রজিম আলীর (৩৫) মরদেহ ৩ দিন পর ফেরত দিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ।
গেল সোমবার (৪ ডিসেম্বর) রাতে পতাকা বৈঠকের পর মরদেহ ফেরত দেওয়া হয়।রজিম আলী গোমস্তাপুর উপজেলার পার্বতীপুরের আবুল কালামের ছেলে। বিয়ের সূত্রে তিনি সীমান্তবর্তী রোকনপুরের নগরপাড়ায় শ্বশুরবাড়িতে থাকতেন।
চাঁপাইনবাবগঞ্জ বিজিবির-১৬ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ সাদিকুর রহমান বলেন, সোমবার রাতে রোকনপুর সীমান্তে বিজিবি ও বিএসএফের মধ্যে কোম্পানী কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে রজিমের মরদেহ হস্তান্তর করে বিএসএফ। এসময় দুই দেশের পুলিশ ও স্থানীয় জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন। চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার রোকনপুর সীমান্তে গুলিতে নিহত বাংলাদেশি যুবক রজিম আলীর (৩৫) মরদেহ ৩ দিন পর ফেরত দিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী-বিএসএফ। সোমবার (৪ ডিসেম্বর) রাতে পতাকা বৈঠকের পর মরদেহ ফেরত দেওয়া হয়।
প্রকাশক:ফাহমিদা খান, প্রধান সম্পাদক:এম.এ.হাবিব জুয়েল,বার্তা সম্পাদক : রমজান আলী কর্তৃক উত্তরা ক্লিনিক মোড়,উপশহর,বোয়ালিয়া,রাজশাহী-৬২০৩,বাংলাদেশ থেকে সম্পাদিত ও প্রকাশিত।বার্তা কক্ষ ০১৭১৫৩০০২৬৫ । ইমেইল: uttorbongoprotidin@gmail.com