নিজস্ব প্রতিবেদক, উত্তরবঙ্গ প্রতিদিন :: রাজশাহী মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের সাবেক চেয়ারম্যান আবুল কালাম আজাদের বিরুদ্ধে মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন-দুদক।
আজ রবিবার (২০ মার্চ) দুদকের উপ-সহকারী পরিচালক সুদীপ কুমার চৌধুরী বাদী হয়ে সমন্বিত জেলা কার্যালয় রাজশাহীতে এই মামলা দায়ের করেন। মামলা নম্বর-২।
দুদকের প্রধান কার্যালয়ের জনসংযোগ শাখার উপ-পরিচালক মুহাম্মদ আরিফ সাদেক বিষয়টি নিশ্চিত করেছেন।
দুদক সূত্র জানায়, রাজশাহী মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের সাবেক চেয়ারম্যান আবুল কালাম আজাদ তার দাখিলকৃত সম্পদ বিবরণীতে ২২ লাখ ৮ হাজার ৮৬৬ টাকার তথ্য গোপনপূর্বক মিথ্যা তথ্য প্রদান করে ও জ্ঞাত আয়ের সঙ্গে অসঙ্গতিপূর্ণ ৪৩ লাখ ৯৩ হাজার ৪৯৭ টাকার সম্পদ অর্জন করে। এসব আয়ের অবৈধ উৎস, প্রকৃত, অবস্থান, মালিকানা ও নিয়ন্ত্রণ, উৎস গোপন বা আড়াল করার লক্ষ্যে স্থানান্তর, রূপান্তর, হস্তান্তর করে শাস্তিযোগ্য অপরাধ করেছেন।
প্রাথমিক অনুসন্ধানে বিষয়টি প্রমাণিত হওয়ায় দুর্নীতি দমন কমিশন আইনে তার বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে।
প্রকাশক:ফাহমিদা খান, প্রধান সম্পাদক:এম.এ.হাবিব জুয়েল,বার্তা সম্পাদক : রমজান আলী কর্তৃক উত্তরা ক্লিনিক মোড়,উপশহর,বোয়ালিয়া,রাজশাহী-৬২০৩,বাংলাদেশ থেকে সম্পাদিত ও প্রকাশিত।বার্তা কক্ষ ০১৭১৫৩০০২৬৫ । ইমেইল: uttorbongoprotidin@gmail.com