Bnp-leader
আরএমপি কমিশনার জানান, প্রধানমন্ত্রীকে প্রকাশ্যে হত্যার হুমকির ঘটনায় জেলার পুঠিয়া থানায় চাঁদের বিরুদ্ধে প্রথম মামলা হয়।

রাজশাহীতে চাঁদ গ্রেফতারে স্বস্তি আওয়ামীলীগে

Rajshahi_Pet_Care
উত্তরবঙ্গ প্রতিদিনের সংবাদটি শেয়ার করুন

স্টাফ রিপোর্টার, ।। উত্তরবঙ্গ প্রতিদিন :: রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক আবু সাঈদ চাঁদকে  প্রাইভেট কারে পালানোর সময় গ্রেফতার করা হয়েছে। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জেলা ও মহানগর পুলিশ যৌথভাবে চেকপোস্ট বসিয়ে তাকে গ্রেফতার করে। নির্ধারিত সময়ের মধ্যেই পুঠিয়া থানার মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে তোলা হয়। বৃহস্পতিবার (২৫ মে) দুপুর ১২টায় আরএমপি সদর দফতরের সভাকক্ষে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে রাজশাহী রেঞ্জের উপ-মহাপরিদর্শক (ডিআইজি) মোঃ আব্দুল বাতেনআরএমপির কমিশনার মোঃ আনিসুর রহমান এই তথ্য জানান।

 

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকির অভিযোগে দায়েরকৃত মামলায় গ্রেপ্তার রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক আবু সাঈদ চাঁদকে ৫ দিনের পুলিশ রিমান্ডে পাঠিয়েছেন আদালত। বৃহস্পতিবার (২৫ মে) বিকাল রাজশাহী জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত-৪ এর বিচারক মাহবুব আলম তার রিমান্ড মঞ্জুর করেন। এর আগে পুঠিয়া থানায় দায়েরকৃত সন্ত্রাস দমন আইনের মামলায় চাঁদকে আদালতে হাজির করে মামলার তদন্তকারী কর্মকর্তা পুঠিয়া থানার এসআই সুজন আলী ১০ দিনের পুলিশ রিমান্ডের আবেদন জানান। 

 

শুনানী শেষে বিচারক তার ৫ দিনের পুলিশ রিমান্ড মঞ্জুর করেন। আবু সাঈদ চাঁদ বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও রাজশাহী জেলা কমিটির আহ্বায়ক। তিনি চারঘাট উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান। রাজশাহী মেট্টোপলিটন পুলিশের (আরএমপি) মুখপাত্র ও অতিরিক্ত উপ-কমিশনার (সদর) মোঃ রফিকুল আলম জানান, ‘সন্ত্রাসবিরোধী আইনের ৬ এর ২ ধারার মামলার আসামি চাঁদকে বিকালে আদালতে তোলে পুলিশ। আদালতে তার ১০ দিনের রিমান্ডের আবেদন করা হয়। এ সময় চাঁদের আইনজীবীরা তার রিমান্ডের বিরোধিতা করেন। উভয়ক্ষে শুনানি শেষে আদালত ৫ দিনের পুলিশ রিমান্ড মঞ্জুর করেন।

 

মামলার তদন্তকারী কর্মকর্তা জানান, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকির ঘটনার পেছনে আরও কারা জড়িত রয়েছেন কিনা, প্রকৃত রহস্য খুঁজে বের করতে তার ১০ দিনের রিমান্ড চাওয়া হয়। এ সময় চাঁদের আইনজীবীরা রিমান্ডের বিরোধিতা করেন। তবে শুনানি শেষে আদালত ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেন। আদেশের পর বিকাল ৫টা ১৫ মিনিটে আসামিকে আদালত থেকে জেলা পুলিশের হেফাজতে নেওয়া হয়।’

 

আরএমপি কমিশনার জানান, প্রধানমন্ত্রীকে প্রকাশ্যে হত্যার হুমকির ঘটনায় জেলার পুঠিয়া থানায় চাঁদের বিরুদ্ধে প্রথম মামলা হয়। ওই মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হবে। তাকে বেলা সোয়া ১১টার দিকে রাজশাহী নগরীর ভেড়িপাড়ার মোড়ে স্থাপিত যৌথ তল্লাশী চৌকিতে প্রাইভেটকার থেকে গ্রেফতার করা হয়। তাকে গ্রেফতারের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, তাকে নিয়ে দেশজুড়ে তোলপাড় শুরু হলে চারঘাটের মাড়িয়ার নিজবাড়ি থেকে আবু সাঈদ চাদঁ ঢাকা ও গাজীপুরসহ দেশের বিভিন্ন জেলায় অবস্থান করতে থাকেন। একদিন আগে তিনি রাজশাহীতে এসে পুলিশের গ্রেফতার এড়ানোর জন্য ক্ষণে ক্ষণে অবস্থান পরিবর্তন করতে থাকেন।

 

 

উল্লেখ্য, গত ১৯ মে বিকালে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে পুঠিয়ার শিবপুর উচ্চ বিদ্যালয় মাঠে রাজশাহী জেলা ও মহানগর বিএনপি আয়োজিত সমাবেশে সভাপতির বক্তব্যে আবু সাঈদ চাঁদ বলেন, ‘আর ২৭ দফা ১০ দফার মধ্যে আমরা নাই। এক দফা শেখ হাসিনাকে কবরস্থানে পাঠাতে হবে। শেখ হাসিনাকে পদত্যাগ করার জন্য যা যা করার দরকার আমরা করবো।’ তার এই বক্তব্যের ভিডিও দুই দিন পর সামাজিক যোগাযোগ মাদ্যম ফেসবুকে ছড়িয়ে পড়লে নিন্দা ও প্রতিবাদের ঝড় ওঠে। রাজশাহী জেলা ও মহানগরসহ দেশের বিভিন্ন থানায় তার বিরুদ্ধে সন্ত্রাস দমন আইনে বেশ কিছু মামলা হয়। আত্মগোপনে থাকা চাঁদকে গ্রেফতারের জন্য খুঁজছিল পুলিশ। গ্রেপ্তারের পর চাঁদকে নগরীর সিঅ্যান্ডবি মোড়ের আরএমপির সদর দফতরে নিয়ে যাওয়া হয়।


উত্তরবঙ্গ প্রতিদিনের সংবাদটি শেয়ার করুন

Discover more from UttorbongoProtidin.Com 24/7 Bengali and English National Newsportal from Bangladesh.

Subscribe to get the latest posts sent to your email.