30_AwamiLeague_leader_arrested_Rajshahi
রাসিকের সাবেক মেয়রের পিএসহ নাশকতা মামলায় আওয়ামীলীগের ৩০ নেতা কর্মী গ্রেফতার

রাসিকের সাবেক মেয়রের পিএসহ নাশকতা মামলায় আওয়ামীলীগের ৩০ নেতা কর্মী গ্রেফতার

Rajshahi_Pet_Care
উত্তরবঙ্গ প্রতিদিনের সংবাদটি শেয়ার করুন

ষ্টাফ রিপোর্টার, উত্তরবঙ্গ প্রতিদিন ::  গত ৫ আগস্ট ২০২৪ ইং তারিখে রাজশাহী মহানগরীতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে হামলা ও ককটেল বিস্ফোরণের ঘটনাসহ বিভিন্ন বিস্ফোরক মামলার প্রায় ৩০ জন আসামিকে গ্রেপ্তার করেছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ ও রাজশাহী জেলা পুলিশ।

 

অন্যদিকে রাজশাহী সিটি কর্পোরেশনের সাবেক মেয়র এ এইচ এম খায়রুজ্জামান লিটনের ব্যক্তিগত সহকারী (পিএ) বিপুল কুমার সরকারকে গ্রেপ্তার করা হয়েছে। এ ছাড়া আরও দুই আওয়ামী লীগ নেতাসহ মোট ২৪ জনকে গতকাল শনিবার রাত থেকে আজ রোববার ভোর পর্যন্ত গ্রেপ্তার করা হয়েছে।

 

এদিকে নগরের ৭ নম্বর ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি শরিফুল ইসলাম ও একই ওয়ার্ডের নেতা মোক্তার হোসেনকেও গ্রেপ্তার করা হয়েছে। অন্যান্য অপরাধে নগরের থানাগুলোয় আরও ১১ জনকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

 

রাজশাহী জেলা ও মহানগর পুলিশের মিডিয়া উইং আজ দুপুরে এ তথ্য জানিয়েছে। এর মধ্যে জেলার বিভিন্ন থানায় ১০ জন ও মহানগরের থানাগুলোর পুলিশ ১৪ জনকে গ্রেপ্তার করেছে।

 

গ্রেপ্তারকৃত আসামিরা হলেন সোহেল রানা (৩২), মো: তৌহিদুল ইসলাম বুলবুল (৩০), মো: আল মামুন (৫১), মো: শরিফুল ইসলাম বিপ্লব (৩৪), মো: শরিফুল ইসলাম (৪০),  মো: গোলাম মোস্তফা (৬০), মো: আলমগীর হোসেন (৫০), মো: শরীফ আহম্মেদ রাফি (৩৫), মো: মুক্তার হোসেন (৫৫) ।  সোহেল রাজশাহী মহানগরীর কাশিয়াডাঙ্গা থানার কাশিয়াডাঙ্গা গ্রামের মৃত আলতাফের ছেলে, তৌহিদুল ইসলাম শাহমখদুম থানার ভুগরইল গ্রামের মো: বজলুর রহমানের ছেলে, আল মামুন একই থানার উত্তর নওদাপাড়ার মৃত গোলাম মোর্তুজার ছেলে, শরিফুল ইসলাম বিপ্লব বড়বনগ্রাম শেখপাড়ার মো: আলম সরকারের ছেলে।

 

এছাড়াও শরিফুল ইসলাম পবা থানার দাদপুরের মৃত নইমুদ্দিনের ছেলে, গোলাম মোস্তফা বেলপুকুর থানার ভড়ুয়াপাড়ার মৃত খায়রুদ্দিনের ছেলে, আলমগীর হোসেন বোয়ালিয়া থানার মোন্নাফের মোড়ের মৃত আলী ড্রাইভারের ছেলে, রাফি কর্ণহার থানার ধর্মহাটা গ্রামের মো: আরশাদ আলীর ছেলে ও মুক্তার হোসেন চন্দ্রিমা থানার মুশরইল বাচ্চুর মোড়ের মো: ফজলুর রহমানে ছেলে ।   

 

গত ৯ নভেম্বর ২০২৪ ইং রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) বোয়ালিয়া, রাজপাড়া, চন্দ্রিমা, বেলপুকুর, শাহমখদুম, পবা, কর্ণহার ও কাশিয়াডাঙ্গা থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে নগরীর বিভিন্ন স্থান থেকে আসামিদের গ্রেপ্তার করা হয়েছে।


উত্তরবঙ্গ প্রতিদিনের সংবাদটি শেয়ার করুন

Discover more from UttorbongoProtidin.Com 24/7 Bengali and English National Newsportal from Bangladesh.

Subscribe to get the latest posts sent to your email.