student_protest_martyrs_737_bangladesh
ছাত্র জনতার অভ্যুত্থানে শহীদের প্রকৃত সংখ্যা ৭৩৭

ছাত্র জনতার অভ্যুত্থানে শহীদের প্রকৃত সংখ্যা ৭৩৭

Rajshahi_Pet_Care
উত্তরবঙ্গ প্রতিদিনের সংবাদটি শেয়ার করুন

রাজনৈতিক প্রতিবেদক, উত্তরবঙ্গ প্রতিদিন :: স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা নূরজাহান বেগম বাংলাদেশে ছাত্র-জনতার অভ্যুত্থানে শহীদ হওয়াদের তথ্য উপস্থাপন করেছেন। 

 

উপদেষ্টা নূরজাহান বেগম জানিয়েছেন – বাংলাদেশে ছাত্র-জনতার অভ্যুত্থানে শহীদ হওয়া ৭৩৭ জনের নামের  তালিকা করা হয়েছে এবং ২৩ হাজারেরও বেশি মানুষ আহত হয়েছেন। এর মধ্যে চিরতরে পঙ্গু বা অঙ্গহানি হয়েছে এমন ব্যক্তি ৫৮৭ জন ব্যাক্তি । আন্দোলনে চোখে গুরুতর আঘাতপ্রাপ্ত হয়েছেন ৬৮৫ জন। এর মধ্যে ৩৫ জনের ২ চোখের আলো চিরতরে নিভে গেছে।এছাড়াও  মোট ১০৫ জন শিশু মারা গেছে। 

 

উপদেষ্টা বলেন, আন্দোলনে ৭৩৭ জন নিহত হয়েছেন। তবে এটা ভেরিফায়েড নয়। ছাত্রদের একটা তালিকা আছে। সেখানে বলা হয়েছে, নিহত দেড় হাজারেরও বেশি। ছাত্ররা তাদের তালিকা আমাদের দিলে আমরা ক্রস চেক করে দেখব। 

 

উপদেষ্টা নূরজাহান বেগম বলেন, নিহতদের ক্ষেত্রে বেশ বড় রকমের একটা সমস্যা আমাদের ফেস করতে হয়েছে। কিছু আছে কেস করেনি, পোস্টমর্টেম হয়নি, সার্টিফিকেট পায়নি। আবার কিছু আসছে যখন ভর্তি হয়েছে, তখন তাদের সত্যিকারের ঠিকানা লুকিয়েছে। কারণ তারা ভয় পেয়েছেন, যদি ধরা পড়েন তাদের পরিবারের ওপর আক্রমণ চালাবে। কাজেই যখন মারা গেছে, আমাদের কাছে যেই ফলস ঠিকানা ছিল, সেটি নিয়েই কাজ শুরু করতে হয়েছে।

 

আমরা চেষ্টা করলাম আন্দোলনে আহত ছাত্র-জনতার চিকিৎসার ব্যবস্থা করে দেওয়ার। আর একটা ছিল কারা নিহত হলো, কারা আহত হলো, তাদের তথ্য সংরক্ষণ করা, তৈরি করা। আমরা একটি কমিটি গঠন করে দিলাম, সেই কমিটিকে কিছু নির্দেশনা দেওয়া হলো। যারা আহত হলো বা নিহত হলো তাদের পরিবারকে আমাদের সহায়তা করতে হবে। আমরা একটা নীতিমালা করেও দিলাম। তারা খুব শিগগিরই আমাদের একটা তালিকা দিলেন, তবে ওটাই সর্বশেষ তালিকা নয়। তালিকা পুনরায় ক্রস চেক করা হবে। 


উত্তরবঙ্গ প্রতিদিনের সংবাদটি শেয়ার করুন

Discover more from UttorbongoProtidin.Com 24/7 Bengali and English National Newsportal from Bangladesh.

Subscribe to get the latest posts sent to your email.