World Red Cross and Red Crescent Day was celebrated in Rajshahi with various programmes
রাজশাহীতে বিভিন্ন কর্মসূচির মধ্যেমে পালিত হয়েছে বিশ্ব রেড ক্রস ও রেড ক্রিসেন্ট দিবস

রাজশাহীতে বিভিন্ন কর্মসূচির মধ্যেমে পালিত হয়েছে বিশ্ব রেড ক্রস ও রেড ক্রিসেন্ট দিবস

Rajshahi_Pet_Care
উত্তরবঙ্গ প্রতিদিনের সংবাদটি শেয়ার করুন

নিজেস্ব প্রতিবেদক উত্তরবঙ্গ প্রতিদিন :

বিশ্ব রেড ক্রস ও রেড ক্রিসেন্ট দিবস এবং জ্বিন হেনরী ডুনান্ট এর ১৯৬ তম জন্মবার্ষিকী উপলক্ষে বুধবার (৮ মে) দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি পালন হয়েছে। এ উপলক্ষ্যে সকালে নগরীর ভেরিপাড়া মোড় থেকে র‌্যালি বের হয়।

 

 

 

র‌্যালিতে উপস্থিাত ছিলেন -আওয়ামী লীগের জাতীয় কমিটির সদস্য এবং রাজশাহী জেলা পরিষদ ও বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি রাজশাহী জেলা ইউনিট চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মীর ইকবাল।

 

র‌্যালি শেষে জেলা ইউনিট কার্যালয়ে অতিথিবৃন্দ জাতীয় পতাকা ও রেড ক্রিসেন্টের পতাকা উত্তোলন করেন। এরপর অতিথিবৃন্দদের নিয়ে কেক কাটেন জেলা ইউনিট চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মীর ইকবাল ও জেলা ইউনিট সেক্রেটারী আবু সালেহ্।

 

আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে জেলা ইউনিট চেয়ারম্যান বলেন, রেড ক্রিসেন্ট ও রেড ক্রেস একটি আত্মমানবতার সেবামূলক সংস্থাা। আমি মুক্তিযুদ্ধ চলাকালীন দেখেছি, রেড ক্রিসেন্টের সদস্যরা কিভাবে নিজেদের জীবন বিপন্ন করে আহত মুক্তিযোদ্ধাদের সেবায় এগিয়ে এসেছেন। তারা কখনোই তাদের জীবনের মায়া করেনি। সারা বিশ্ব যখন করোনা ভাইরাস মহামারীতে আক্রান্ত, সেই মুহুর্তে রেড ক্রিসেন্টের সদস্যরা নিজের জীবনের মায়া ত্যাগ করে করোনায় আক্রান্ত মানুষের পাশে এসে দাঁড়িয়েছে।

 

 

জেলা ইউনিটের সদস্যরা রাজশাহীর ৯ টি উপজেলায় তাদের কর্মকান্ড অব্যাহত রেখে অসহায় মানুষের সেবায় নিজেদের উৎসর্গ করেছেন। বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা আমাদের দেশকে স্মার্ট বাংলাদেশ হিসেবে গড়তে চাইছেন। তাই আমি মনে করি, স্মার্ট বাংলাদেশ গড়তে আপনাদের মত আত্ম মানবতার সেবায় নিয়জিত যুবকদের প্রয়োজন। আলোচনা সভায় বক্তব্য রাখেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি রাজশাহী জেলা ইউনিট সেক্রেটারী আবু সালেহ্, বাংলাদেশ রেডক্রিসেন্ট আজীবন সদস্য ওয়ালিউর রহমান বাবু আলোচনা সভা শেষে কুইজ ও চিত্র অঙ্কন প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।

 

 

অনুষ্ঠানে উপস্থিাত ছিলেন জেলা ইউনিটের কার্য নির্বাহী কমিটির সদস্য আলহাজ্ব মোঃ আসাদুজ্জামান আজাদ, ইয়াসমিন রেজা ফেন্সি, মোঃ রবিউল আলম রবি, মোঃ সিদ্দিক আলম, পঙ্কজ দে, ও যুবপ্রধান মোঃ জাকারিয়া ইকবাল সহ অন্যান্য যুব সদস্যবৃন্দ।


উত্তরবঙ্গ প্রতিদিনের সংবাদটি শেয়ার করুন

Discover more from UttorbongoProtidin.Com 24/7 Bengali and English National Newsportal from Bangladesh.

Subscribe to get the latest posts sent to your email.