66-bodies-recovered-after-boat-capsized-in-karatoa-river2
করতোয়া নদীতে নৌকাডুবির পর ৬৬ মরদেহ উদ্ধার

করতোয়া নদীতে নৌকাডুবির পর ৬৬ মরদেহ উদ্ধার

Rajshahi_Pet_Care
উত্তরবঙ্গ প্রতিদিনের সংবাদটি শেয়ার করুন

থানা প্রতিনিধি, উত্তরবঙ্গ প্রতিদিন ::  পঞ্চগড়ের বোদা উপজেলায় করতোয়া নদীতে নৌকাডুবির পর এখন বইছে লাশের স্রোত। মঙ্গলবার (২৭ সেপ্টেম্বর) সকাল থেকে তৃতীয় দিনের মতো উদ্ধার অভিযান চালাকালে এখন পর্যন্ত ৬৬ মরদেহ উদ্ধার করা হয়েছে। এর মধ্যে সকাল থেকে এখন পর্যন্ত উদ্ধার করা হয়েছে ১৫টি মরদেহ। এখনও নিখোঁজ রয়েছেন অন্তত ১০ জন। মঙ্গলবার দুপুরে এ খবর জানান পঞ্চগড়ের অতিরিক্ত জেলা প্রশাসক দীপঙ্কর রায়।এর আগে সোমবার (২৬ সেপ্টেম্বর) দ্বিতীয় দিনের উদ্ধার অভিযান শেষে ৫১টি মরদেহ উদ্ধারের খবর দিয়েছিল জেলা প্রশাসন।

 

 

পঞ্চগড় ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের পরিচালক অপারেশনস জিল্লুর রহমান জানিয়েছেন তিনি বলেন, সকাল থেকে পঞ্চগড় এবং আশপাশের জেলার আটটি ফায়ার সার্ভিস ইউনিট উদ্ধার কাজ করছে। এর বাইরে রংপুর, কুড়িগ্রাম এবং রাজশাহী থেকে তিনটি ডুবুড়ি দলে মোট ৯ জন উদ্ধার কাজে অংশ নিয়েছেন।রোববার দুপুরে বোদা বদ্বেশ্বরী মন্দিরে মহালয়া উৎসব উৎযাপন করতে শতাধিক সনাতন ধর্মাবলম্বী মাড়েয়া এলাকা থেকে বদ্বেশ্বরী মন্দিরে যাচ্ছিলেন।

 

 

ধারণক্ষমতার অতিরিক্ত যাত্রী ওঠানোর জন্য আওলিয়া ঘাটের করতোয়া নদীর মাঝে যাত্রীসহ ডুবে যায় নৌকাটি। এতে মঙ্গলবার সকাল পর্যন্ত নৌকার মাঝি হাসান আলীসহ ৬৬ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে।


news Source: Ref:  BSS।  UP।   PNS।  BNA।  UNB ।  dbcnews ।  Google News।  Yahoo news ।  Bing news  ।

উত্তরবঙ্গ প্রতিদিনের সংবাদটি শেয়ার করুন

Discover more from UttorbongoProtidin.Com 24/7 Bengali and English National Newsportal from Bangladesh.

Subscribe to get the latest posts sent to your email.