6-militants-including-osama-bin-ladens-former-bodyguard-fakrul-were-arrested-in-bangladesh
বাংলাদেশে ওসামা বিন লাদেনের সাবেক দেহরক্ষী ফকরুলসহ ৬ জঙ্গী গ্রেফতার

বাংলাদেশে ওসামা বিন লাদেনের সাবেক দেহরক্ষী ফকরুলসহ ৬ জঙ্গী গ্রেফতার

Rajshahi_Pet_Care
উত্তরবঙ্গ প্রতিদিনের সংবাদটি শেয়ার করুন

ষ্টাফ রিপোর্টার, উত্তরবঙ্গ প্রতিদিন ::  প্রয়াত আল-কায়েদা নেতা ওসামা বিন লাদেন ও তালেবান নেতা মোল্লা ওমরের এক সময়ের ঘনিষ্ঠ সহযোগী ফখরুল ইসলাম সহ ৬ জঙ্গিকে গ্রেপ্তারের দাবি করেছে ডিএমপির সন্ত্রাসবিরোধী ইউনিট- সিটিটিসি। ওসামা বিন লাদেনের সাবেক দেহরক্ষী ফখরুলের নেতৃত্বেই হরকাতুল জিহাদের জঙ্গিদের আত্মরক্ষার জন্য ঘরে বসে টাইম বোমা তৈরির প্রশিক্ষণ চলছিল। আফগানিস্তান থেকে ভারত হয়ে বাংলাদেশে এসে হুজিকে সংগঠিত করে নিজেদের অস্তিত্ব নতুন করে জানান দিতে বড় ধরনের নাশকতার পরিকল্পনা চলছিল। ৬ জঙ্গিকে গ্রেপ্তার করে তাদের তা ভণ্ডুল করার দাবি করেছে সিটিটিসি’র এডিশনাল কমিশনার মোঃ আসাদুজ্জামান।

 

 

বাংলাদেশ ঢাকা মহানগর পুলিশের সিটিটিসি ইউনিট বিশেষ অভিযান পরিচালনা করে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন হরকাতুল জিহাদের (হুজি) ৬ সদস্যকে গ্রেপ্তার করেছে। গতকাল শুক্রবার রাজধানী ঢাকার বিভিন্ন এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন মো. ফখরুল ইসলাম (৫৮), মো. সাইফুল ইসলাম (২৪), মো. সুরুজ্জামান (৪৫), হাফেজ মো. আব্দুল্লাহ আল মামুন (২৩), মো. দীন ইসলাম (২৫) এবং মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন (৪৬) ।

 

সিটিটিসির অতিরিক্ত পুলিশ কমিশনার মো. আসাদুজ্জামান আজ শনিবার দুপুরে ডিএমপি মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে এসব কথা জানান।জঙ্গী সংগঠন হরকাতুল জিহাদের মুফতি হান্নানসহ একাধিক নেতৃস্থানীয় ব্যক্তি গ্রেপ্তার হওয়ায় হরকাতুল জিহাদ সংগঠনটি নেতৃত্বশূণ্য হয়ে যায়। এরই ধারাবাহিকতায় দেশে এসে ফখরুল ইসলাম জঙ্গি কার্যক্রম অব্যাহত রাখতে নতুন সদস্য সংগ্রহ ও বাংলাদেশে নিষিদ্ধ ঘোষিত জঙ্গী সংগঠন হরকাতুল জিহাদের (হুজি) সদস্য সংগ্রহ, অর্থ সংগ্রহ করা এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে দাওয়াতী কার্যক্রম পরিচালনা করে আসছেন। তিনি সাংঠনিক কার্যক্রম সশরীরে ছাড়াও বিভিন্ন সামাজিক যোগাযাগ মাধ্যম ব্যবহার করে অব্যাহত রাখেন। তিনি অত্যাধুনিক সামাজিক যোগাযাগ মাধ্যম এনক্রিপটেড এ্যাপস ‘ইরচ’ ব্যবহারের মাধ্যমে অত্যন্ত সতর্কতার সাথে বিদেশে অবস্থানরত প্রবাসীদের এবং বাংলাদেশের অন্যান্য হুজি সদস্যদের সাথে উগ্রবাদী ও আক্রমনাত্মক বিষয়ে আলোচনা করে ম্যাসেজ আদান প্রদান করেন এবং যেকোনো সময় বাংলাদেশের গুরুপূর্ণ স্থাপনাগুলোতে বড় ধরনের জঙ্গী হামলা পরিচালনার বিষয়ে নিজেদের মধ্যে পরিকল্পনা করেন। বাংলাদেশের হুজি সদস্যদের বান্দরবন পাহাড়ী এলাকায় প্রশিক্ষণ প্রদানের ব্যবস্থা করার পরিকল্পনা করে।

 

ওসামা বিন লাদেনের সাবেক দেহরক্ষী ফখরুল ও তার ছেলে মো. সাইফুল ইসলাম অন্যান্য হুজি সদস্যদের নিয়ে একাধিকবার কক্সবাজার জেলায় অবস্থিত রোহিঙ্গা ক্যাম্পে রোহিঙ্গাদের তাদের সংগঠনে রিক্রুটের উদ্দেশ্যে এবং জিহাদী কার্যক্রমের অংশ হিসাবে রোহিঙ্গাদের অনুপ্রাণিত করার উদ্দেশ্যে তাদেরকে বিভিন্ন মোটা অংকের টাকা অনুদান প্রদান করেছেন। প্রাথমিক জিজ্ঞাসাবাদের বরাত দিয়ে সিটিটিসি প্রধান বলেন, গ্রেপ্তারকৃতরা উগ্রবাদী কার্যক্রম পরিচালনা করে আসছে। তাদের অন্যান্য সহযোগীরা পরস্পরের যোগসাজসে উগ্রবাদী ও আক্রমণাত্মক ভিডিও ও তথ্য শেয়ার এবং নিজেদের মধ্যে গোপন তথ্য আদান প্রদান করে। 


International  News Source & Ref : CNN  BBC  AL-Jazira AP NY TIMES   Google News  Yahoo news   Bing

উত্তরবঙ্গ প্রতিদিনের সংবাদটি শেয়ার করুন

Discover more from UttorbongoProtidin.Com 24/7 Bengali and English National Newsportal from Bangladesh.

Subscribe to get the latest posts sent to your email.