5 Bangladeshi stoves set on fire in Libya
লিবিয়ায় ৫ বাংলাদেশী স্টোভ বিস্ফোরণে অগ্নিদগ্ধ

লিবিয়ায় ৫ বাংলাদেশী স্টোভ বিস্ফোরণে অগ্নিদগ্ধ

Rajshahi_Pet_Care
উত্তরবঙ্গ প্রতিদিনের সংবাদটি শেয়ার করুন

লিবিয়া ত্রিপোলি থেকে মাইনুল ইসলাম :: লিবিয়ার তবরুক শহরে বাংলাদেশিদের একটি আবাসস্থলে ইফতারি তৈরির সময় ভয়াবহ গ্যাস স্টোভে  বিস্ফোরনের ঘটনা  ঘটেছে। এ দুর্ঘটনায় রুমে অবস্থানকারী ৫ বাংলাদেশি নাগরিক মারাত্মকভাবে দগ্ধ হয়েছেন

 

অগ্নিদগ্ধ সকলকে তবরুক মেডিক্যাল সেন্টারের বার্ণ ও প্লাস্টিক সার্জারি ইউনিটে ভর্তি করা হয়।  

 

আহতদের মধ্যে একজনের অবস্থা গুরুতর হওয়ায় বর্তমানে আশংকাজনক অবস্থায় তাকে হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসা দেওয়া হচ্ছে।

 

বুধবার (৬ এপ্রিল) লিবিয়ার বাংলাদেশ দূতাবাস এ তথ্য জানায়।

 

গ্যাস স্টোভ বিস্ফোরণে যারা আহত হয়েছেন তারা হলেন- ঝিনাইদহের রিজন (আইসিইউতে চিকিৎসাধীন), টাঙ্গাইলের রফিক মিয়া, মেহেরপুরের সাইদুর ইসলাম, যশোরের মোঃ রিপন হোসেন ও

জামালপুরের সোজাউদ্দৌলা।

 

লিবিয়ার তবরুক শহরে গ্যাস স্টোভ বিস্ফোরণে অগ্নিদগ্ধ হয়ে বাংলাদেশি নাগরিকদের আহত হওয়ার ঘটনায় দূতাবাস গভীরভাবে শোকাহত। দূতাবাস হতে ইতোমধ্যে হাসপাতালে চিকিৎসাধীন বাংলাদেশি নাগরিকদের সাথে যোগাযোগ করে তাদের শারীরিক অবস্থার খোঁজখবর নেওয়া হয়েছে এবং স্থানীয় বাংলাদেশি ও হাসপাতাল কর্তৃপক্ষকে আহতদের প্রয়োজনীয় চিকিৎসা নিশ্চিত করার অনুরোধ জানানো হয়েছে৷ 

 

এছাড়াও চিকিৎসাধীন বাংলাদেশিদেরকে দেশে প্রেরণসহ প্রয়োজনীয় সহযোগিতা করার জন্য দূতাবাস হতে বিভিন্ন সংস্থার সাথে সমন্বয় করা হচ্ছে।

 

উল্লেখ্য, বিগত সময়েও বাংলাদেশিদের আবাসস্থলে এইরূপ রান্নার গ্যাস স্টোভ বিস্ফোরণে অগ্নিদগ্ধ হয়ে অনেক প্রবাসী হতাহত হয়েছেন। এ পরিপ্রেক্ষিতে লিবিয়াস্থ সকল বাংলাদেশি প্রবাসীর দৃষ্টি আকর্ষণ করেছে দূতাবাস। সবাইকে সস্তা গ্যাস স্টোভের পরিবর্তে নিরাপদ গ্যাস সিলিন্ডার ব্যবহারের পরামর্শ দেওয়া হয়েছে। 

 


উত্তরবঙ্গ প্রতিদিনের সংবাদটি শেয়ার করুন

Discover more from UttorbongoProtidin.Com 24/7 Bengali and English National Newsportal from Bangladesh.

Subscribe to get the latest posts sent to your email.