রাজশাহীতে ফসলি জমি থেকে চুরি হচ্ছে পিয়াজ:উত্তরবঙ্গ প্রতিদিন

Rajshahi_Pet_Care
উত্তরবঙ্গ প্রতিদিনের সংবাদটি শেয়ার করুন

স্টাফ রিপোর্টার,উত্তরবঙ্গ প্রতিদিন:: রাজশাহীর বাগমারা, দুর্গাপুর, পুঠিয়া, মোহনপুর ও পবা উপজেলার বিভিন্ন স্থানে জমিতে রোপণ করা পেঁয়াজ বীজ চুরির হিড়িক পড়েছে। জমি থেকে চুরি হচ্ছে ছাঁচি পেঁয়াজও। পেঁয়াজ বীজ জমিতে রোপণ করার পর কৃষকরা তা রাত জেগে পাহারা দিচ্ছেন। বাজারে পেঁয়াজের চড়া দামের কারণেই জমি থেকে পেঁয়াজ চুরি হচ্ছে বলে তাদের ধারণা। কৃষি অফিস জানায়, রাজশাহী জেলায় এ বছর ৫ হাজার ৬৪২ হেক্টর জমিতে পেঁয়াজ চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। সে লক্ষ্যে মাঠে মাঠে পেঁয়াজ রোপণ ও পেঁয়াজ বীজ পালনের কাজ এগিয়ে চলেছে। এদিকে জেলায় ১ হাজার ৩৪৫ হেক্টর জমিতে আগামজাতের ছাঁচি পেঁয়াজের আবাদ হয়েছে, যা দুই সপ্তাহের মধ্যে উঠতে শুরু করবে।

এদিকে জেলাজুড়ে নাবি জাতের পেঁয়াজ আবাদের লক্ষ্যে চাষীরা মাঠে মাঠে তৈরি করেছেন বীজতলা। আগামী মাসে শুরু হবে তা রোপণের কাজ। বাগমারার কাচারীকোয়ালীপাড়া, ভবানীগঞ্জ, বড়বিহানালী, মাড়িয়া, হামিরকুৎসা, গোয়ালকান্দি ও যোগিপাড়া ইউনিয়নের বিভিন্ন গ্রামে প্রতি রাতেই পেঁয়াজ বীজ ও ছাঁচি পেঁয়াজ চুরির ঘটনা ঘটছে। মোহনপুর গ্রামের কৃষক দুলাল ও মাড়িয়ার লুৎফর রহমান জানান, তারা ৩ শতক জমিতে পেঁয়াজের চারা রোপণ করেছিলেন। অথচ রোপণের পর চারা বড় হচ্ছিল। ২২ নভেম্বর রাতে জমি থেকে সব পেঁয়াজ চারা চুরি হয়ে গেছে।


উত্তরবঙ্গ প্রতিদিনের সংবাদটি শেয়ার করুন

Discover more from UttorbongoProtidin.Com 24/7 Bengali and English National Newsportal from Bangladesh.

Subscribe to get the latest posts sent to your email.