শাওমি এনেছে দুর্দান্ত গতির ৬ র‍্যামের ফোন:উত্তরবঙ্গ প্রতিদিন

Rajshahi_Pet_Care
উত্তরবঙ্গ প্রতিদিনের সংবাদটি শেয়ার করুন

টেক নিউজ,উত্তরবঙ্গ প্রতিদিন  :: শাওমি CC9 Pro মডেলের একটি নতুন ফোন সামনে এনেছে, যেটাকে সবচাইতে বেশি মেগাপিক্সেল প্যাকড করা রয়েছে। শুধু তাই নয়, CC9 Pro তে পেছনে আরো ৪টি ক্যামেরা রয়েছে, একটি ৫-মেগাপিক্সেলের 5X টেলিফটো লেন্স, একটি ১২-মেগাপিক্সেলের 2X টেলিফটো, ২০-মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড লেন্স, এবং একটি ২-মেগাপিক্সেলের মাইক্রো লেন্স ক্যামেরা!

৫-মেগাপিক্সেলের 5X জুম ক্যামেরাতে হাইব্রিড জুম লেভেল সাপোর্ট করে, যেটা 10X থেকে 50X পর্যন্ত অসাধারণ জুমিং রেঞ্জ প্রদান করতে সক্ষম। আপনি ১০৮ মেগাপিক্সেল ক্যামেরার একটি ফটো নিতে পারবেন, তারপরে ফটোটির নির্দিষ্ট কোন অংশ ক্রপ করলেও দেখা যাবে এতে মারাত্মক পরিমাণে ডিটেইলস রয়েছে।

শাওমি সিসি৯ প্রো স্মার্টফোনটি কাল থেকে চায়নাতে বিক্রি করা শুরু হবে আর দাম রাখা হয়েছে মোটামুটি ৪০০ অ্যামেরিকান ডলার (৬ জিবি র‍্যাম ও ১২৮ জিবি রম ভার্সন) অথবা ৮ জিবি র‍্যাম ভার্সনের দাম ৪৪০ ইউএস ডলার।

সিসি৯ প্রো এর একটি দামী প্রিমিয়াম ভার্সন ও থাকছে, যেটার দাম ৫০০ ইউএস ডলার হবে মোটামুটি। ফোনটি আপাতত চায়নাতেই লঞ্চ হচ্ছে কিন্তু গ্লোবালভাবেও হয়তো দ্রুত পাওয়া যাবে এমন হিন্টস পাওয়া গেছে। তো বিস্তারিত জানতে আমাদের সাথেই থাকুন!

আর মোবাইলের আরোও বিস্তারিত জানতে ভিজিট করুন-

https:\/\/preview-xupnewsc.uttorbongoprotidin.com//preview-xupnewsc.uttorbongoprotidin.com//gsmarena.com


উত্তরবঙ্গ প্রতিদিনের সংবাদটি শেয়ার করুন

Discover more from UttorbongoProtidin.Com 24/7 Bengali and English National Newsportal from Bangladesh.

Subscribe to get the latest posts sent to your email.