মোহনপুর প্রতিনিধি || উত্তরবঙ্গ প্রতিদিন :: রাজশাহীতে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। শনিবার সকাল পৌনে ৯টার দিকে মোহনপুর উপজেলার খাড়তা গ্রামে সরকারি পুকুরে ডুবে তাদের মৃত্যু হয়।
নিহত দুই শিশু হলো, মোহনপুর উপজেলার জাহানাবাদ ইউনিয়নের খাড়তা গ্রামের রুবেল হোসেনের ছেলে মো. রজব আলী (০৫) ও তাদের বাড়িতে বেড়াতে আসা তার খালাতো বোন মোসা. কেয়া খাতুন (৫)। কেয়া নাটোর জেলার লালপুর থানার মো. মুকুল হোসেনের মেয়ে।
রাজশাহী মোহনপুর থানর ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হরিদাস মন্ডল এসব তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, তারা দুইজন সকালে খেলাধুলা করতে বাড়ি থেকে বের হয়। এক পর্যায়ে বাড়ির পাশে বাচ্চু হোসেনের লিজকৃত সরকারি পুকুরে পড়ে ডুবে যায়। পরে শিশু দুটিকে খোঁজাখুঁজির একপর্যায়ে উক্ত পুকুর থেকে উদ্ধার করে স্থানীয় লোকজন। তাৎক্ষণিক মোহনপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শিশু দুটিকে মৃত ঘোষণা করেন।
ওসি হরিদাস মন্ডল আরও বলেন, এই ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা রেকর্ড করা হচ্ছে। এরপরই সেখানে আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে মরদেহ পারিবারের কাছে হস্তান্তর করা হবে।
Discover more from UttorbongoProtidin.Com 24/7 Bengali and English National Newsportal from Bangladesh.
Subscribe to get the latest posts sent to your email.