28-illegal-clinics-diagnostics-closed-in-2-days-in-Rajshahi
রাজশাহীতে ২ দিনে ২৮টি অবৈধ ক্লিনিক-ডায়াগনষ্টিক বন্ধ

রাজশাহীতে ২ দিনে ২৮টি অবৈধ ক্লিনিক-ডায়াগনষ্টিক বন্ধ

Rajshahi_Pet_Care
উত্তরবঙ্গ প্রতিদিনের সংবাদটি শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক, উত্তরবঙ্গ প্রতিদিন :: রাজশাহী মহানগরীতে ৩টিসহ আরও ৮টি অবৈধ ক্লিনিক-ডায়াগনষ্টিক সেন্টার বন্ধ ঘোষণা করা হয়েছে। বাকি ৫টি জেলার বিভিন্ন উপজেলায় অবস্থিত। বুধবার বিশেষ অভিযান চালিয়ে এসব অবৈধ ক্লিনিক-ডায়াগনষ্টিক সেন্টার বন্ধ ঘোষণা করে সিভিল সার্জন কার্যালয়। রাজশাহী সিভিল সার্জন ডা. আবু সাইদ ফারুকের নেতৃত্বে মহানগরীতে এ অভিযান পরিচালিত হয়।এ নিয়ে রাজশাহীতে দুইদিনে ২৮টি অবৈধ ক্লিনিক-ডায়াগনষ্টিক সেন্টার বন্ধ ঘোষণা করা হল বলে জানান তিনি।

 

ডা. আবু সাইদ উত্তরবঙ্গ প্রতিদিনকে জানান, বুধবার মহানগরী ও জেলায় ৩৪টি প্রতিষ্ঠানে অভিযান চলানো হয়। এর মধ্যে ৮টি প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হয়েছে। এ প্রতিষ্ঠানগুলো বৈধ কাগজ না থাকায় বন্ধ করে দেয়া হয়। এ অভিযান অব্যাহত থাকবে। নিবন্ধন ছাড়া কাউকে প্রতিষ্ঠান পরিচালনা করতে দেয়া হবে না। সকল প্রতিষ্ঠানকে নিবন্ধনের আওতায় আসতে হবে। যে সকল প্রতিষ্ঠান নিবন্ধন করেনি তারা নিবন্ধনের আবেদন করে প্রতিষ্ঠান পরিচালিত করতে হবে। এছাড়া চিকিৎসার নামে কোন প্রতিষ্ঠানকে বাণিজ্য করতে দেয়া হবে না।


News Source & Ref : BSS UP।   PNS BNA UNB dbcnews Google News।  Yahoo news ।  Bing news

উত্তরবঙ্গ প্রতিদিনের সংবাদটি শেয়ার করুন

Discover more from UttorbongoProtidin.Com 24/7 Bengali and English National Newsportal from Bangladesh.

Subscribe to get the latest posts sent to your email.