ষ্টাফ রিপোর্টার | বানী ইসরাইল হিটলার | উত্তরবঙ্গ প্রতিদিন :: ২৪ কেজি গাঁজা ও ট্রাকসহ তিন ব্যক্তিকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে রাজশাহী জেলা ডিবি পুলিশ। রাজশাহী জেলা পুলিশের মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) রফিকুল আলম এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছেন।
১৭ই নভেম্বর ২০২৪ খ্রি. রাজশাহী জেলা ডিবি পুলিশ গোদাগাড়ী মডেল থানাধীন সাহাব্দিপুর গ্রাম হতে ভোর ০৫:১০ টায় ৩জন মাদককারবারিকে ২৪ কেজি গাঁজা-সহ গ্রেফতার করেছে রাজশাহী জেলার ডিবি পুলিশ।
গাঁজাসহ গ্রেফতারকৃত অভিযুক্তদের নাম যথাক্রমে ১। মো: মাসুম (২১) ২। মো: হোসেন আলী (৩২) ও ৩। মো: কামাল (৩৮)। মো: মাসুম চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানার ধোবরা সন্নাসী গ্রামের মো: মেছের আলীর পুত্র, মো: হোসেন আলী একই জেলার একই থানার রসুলপুর গ্রামের মৃত লিয়াকত আলীর পুত্র এবং মো: কামাল একই জেলার একই থানার কানসার্ট শ্যামপুর মিয়াপাড়া গ্রামের মৃত মুসলিম ফিটু-এর পুত্র।
রাজশাহী জেলা পুলিশের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয় , রাজশাহী জেলার ডিবি পুলিশের এসআই (নিরস্ত্র) নাছিমউদ্দিন ও ফোর্স-সহ আজ ১৭ই নভেম্বর ২০২৪ খ্রি. ভোর ০৪:৪০ টায় গোদাগাড়ী মডেল থানাধীন বসন্তপুর মোড় ও তার সন্নিহিত এলাকায় মাদক উদ্ধারের জন্য নিয়োজিত ছিলো।
এরপর গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারেন তিনজন ব্যক্তি ট্রাকে করে অবৈধ মাদকদ্রব্য গাঁজা বিক্রয়ের উদ্দেশ্যে রাজশাহী জেলার গোদাগাড়ী থানাধীন সাহাব্দিপুর গ্রামস্থ রুপা ইট ভাটার উত্তরপার্শ্বের ফাঁকা জায়গা হয়ে গোদাগাড়ীর দিকে যাচ্ছিল। এমন সংবাদের ভিত্তিতে ডিবি’র ইনচার্জ-এর নেতৃত্বে এসআই (নিরস্ত্র) নাছিম উদ্দিন ও ফোর্স-সহ আজ ১৭ই নভেম্বর ২০২৪ খ্রি. ভোর ০৫:০০ টায় অভিযান পরিচালনা করে। এতে ডিবি পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টাকালে ভোর ০৫:১০ টায় রাজশাহী জেলার ডিবি পুলিশ অভিযুক্ত ১। মো: মাসুম ২। মো: হোসেন আলী ও ৩। মো: কামালকে আটক করে জিজ্ঞাসাবাদান্তে তাদের দেখানো মতে ট্রাকের সামনের কেবিন-এর ভিতর সাদা প্লাস্টিকের বস্তায় রক্ষিত দুই বস্তায় মোট ২৪ কেজি অবৈধ মাদকদ্রব্য গাঁজা-সহ তাদেরকে গ্রেফতার করে।
আরোও উল্লেখ্য যে, অভিযানকালে অভিযুক্তদের হেফাজত হতে অবৈধ মাদকদ্রব্যবহনকারী একটি পুরাতন হলুদ ও নীল রঙের ASHOKE LEYLAND ট্রাক যার রেজিস্ট্রেশন নম্বর: ঢাকা মেট্রো-ট-২২-৪৬১৯ বিধি মোতাবেক জব্দ করা হয়।।গাঁজা উদ্ধারের এ ঘটনায় রাজশাহী জেলার গোদাগাড়ী মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এ একটি মামলা রুজু হয়েছে।
News Source & Ref : BSS। BNA। UNB । dbcnews । Google News। Yahoo news । Bing new। wiki।
Discover more from UttorbongoProtidin.Com 24/7 Bengali and English National Newsportal from Bangladesh.
Subscribe to get the latest posts sent to your email.