210-km-cyclone-moka-in-bangladesh
২১০ কি:মি: বেগে উপকূলীয় অঞ্চলে চোখ রাঙ্গাচ্ছে ঘূর্ণিঝড় মোকা

২১০ কি:মি: বেগে উপকূলীয় অঞ্চলে চোখ রাঙ্গাচ্ছে ঘূর্ণিঝড় মোকা

Rajshahi_Pet_Care
উত্তরবঙ্গ প্রতিদিনের সংবাদটি শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক, উত্তরবঙ্গ প্রতিদিন :: শক্তিশালী ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে মোকাবাংলাদেশের সব বিভাগে বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদফতর। সারা দেশে দিনের তাপমাত্রা (২-৫) ডিগ্রি সেলসিয়াস হ্রাস পেতে পারে এবং রাতের তাপমাত্রা (১-৩) ডিগ্রি সেলসিয়াস হ্রাস পেতে পারে। রোববার (১৪ মে) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে। 

 

 

ঘূর্ণিঝড় মোখা রবিবার দুপুরে বাংলাদেশ-মায়ানমার সীমান্তের উপকূলে আছড়ে পড়তে শুরু করেছে। এর জেরে গাছ উপড়ে পড়েছে। কয়েক হাজার রোহিঙ্গা শরণার্থীর ঘর ক্ষতিগ্রস্ত হয়েছে। বাংলাদেশের কক্সবাজার এবং মায়ানমারের সিটওয়ের মধ্যে দিয়ে ঘণ্টায় ২১০ কিলোমিটার বেগে বাতাস বয়ে যাচ্ছে। সেন্টমার্টিনসহ বিভিন্ন স্থানে দমকা হাওয়াসহ বৃষ্টি শুরু হয়েছে।

 

 

 

আবহাওয়া অধিদফতর জানিয়েছে, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং রংপুর ও রাজশাহী বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা/ঝড়ো হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেইসাথে বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগে মাঝারি ধরনের ভারি থেকে অতি ভারি বর্ষণ হতে পারে। রংপুর ও রাজশাহী বিভাগসহ টাঙ্গাইল, নেত্রকোনা, চুয়াডাঙ্গা ও কুষ্টিয়া জেলার ওপর দিয়ে যে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে, তা প্রশমিত হতে পারে।

 

এদিকে চট্রগ্রামের বিভাগের বেশ কিছু এলাকায় মোখা মোকাবেলায়  প্রস্তুতি গ্রহন করেছে বাংলাদেশ সরকার। ঘূর্ণিঝড় ‘মোখা’ মোকাবিলায় তৎপর রয়েছে বিজিবি এবং বিটিআরসিতে বসানো হয়েছে কন্ট্রোল রুম। এরপরেও ঘূর্ণিঝড় মোখা’র আতঙ্কে কক্সবাজার ছাড়ছেন লোকজন । অন্যদিকে ঘূর্ণিঝড় মোখা থেকে নিরাপদে থাকতে হাসপাতালে আশ্রয় নিয়েছেন সেন্ট মার্টিনের লাখো মানুষ। মোখা মোকাবিলায় প্রস্তুত রয়েছে নৌবাহিনীর ২১ জাহাজ-হেলিকপ্টার। উপকূলে প্রস্তুত রয়েছে র‌্যাবের ভ্রাম্যমাণ মেডিকেল টিম। চট্টগ্রামে প্রস্তুত রয়েছে ৯ হাজার পুলিশ। অবশ্য ৪ শিক্ষা বোর্ডের সব শিক্ষা প্রতিষ্ঠান রোববার বন্ধ ঘোষনা করা হয়েছে সরকারী বিজ্ঞপ্তির মাধ্যমে।

 

 


উত্তরবঙ্গ প্রতিদিনের সংবাদটি শেয়ার করুন

Discover more from UttorbongoProtidin.Com 24/7 Bengali and English National Newsportal from Bangladesh.

Subscribe to get the latest posts sent to your email.