2024_Bangladesh_quota_reform_movement
আবারও পুলিশ শিক্ষার্থী সংঘর্ষে রনক্ষেত্র সারাদেশ

আবারও পুলিশ শিক্ষার্থী সংঘর্ষে রনক্ষেত্র সারাদেশ

Rajshahi_Pet_Care
উত্তরবঙ্গ প্রতিদিনের সংবাদটি শেয়ার করুন

ষ্টাফ রিপোর্টার || উত্তরবঙ্গ প্রতিদিন :: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে সারা দেশে আবারও বিভিন্ন স্থানে সহিংসতার ঘটনা ঘটেছে। তবে এখন পর্যন্ত নিহত ও আহতদের প্রকৃত সংখ্যা জানা যায়নি।

 

ঢাকা : রাজধানীর উত্তরায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের গণমিছিলে শিক্ষার্থীদের সঙ্গে পুলিশ ও আওয়ামী লীগের নেতা-কর্মীদের পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটছে। বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে সাউন্ড গ্রেনেড ও কাঁদানে গ্যাস নিক্ষেপ করেছে পুলিশ।শুক্রবার (২ আগস্ট) বিকালে উত্তরা ১১ নম্বর সেক্টরে মাইলস্টোন কলেজের সামনে এ ঘটনা ঘটে। সবশেষ খবর পাওয়া পর্যন্ত ছাত্রদের সঙ্গে পুলিশের সংঘর্ষ চলছে।

 

সিলেট – হবিগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে পুলিশের সঙ্গে ছাত্র-জনতার মধ্যে সংঘর্ষ চলাকালে একজন নিহত হয়েছেন। নিহত মোস্তাক মিয়া (২৪) পেশায় একজন শ্রমিক। মোস্তাকের সঙ্গে কাজ করেন মারুফ হোসেন। তিনি গণমাধ্যমকে বলেন, মোস্তাক এখানে জুতা কিনতে এসে সংঘর্ষের মধ্যে পড়ে যায়। গুলিতে তার মৃত্যু হয়েছে। অন্যদিকে ১৬ বছরের এক কিশোরও গুলিবিদ্ধ হয়েছেন বলে জানিয়েছে একাধিক সূত্র।

 

সার্বিক বিষয়ে হবিগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার খলিলুর রহমান বলেন, এ বিষয়ে আমি কিছু জানি না।

 

চট্টগ্রাম : চট্টগ্রামে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ছাত্র-জনতার গণমিছিল শেষে যাওয়ার সময় নগরের ওয়াসা মোড়ে পুলিশ বক্সে হামলার ঘটনা ঘটেছে। এ সময় দামপাড়া চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ লাইনসের ‘পুলিশ মুক্তিযুদ্ধ জাদুঘরের’ নাম ফলকও ভেঙে ফেলার অভিযোগ পাওয়া গেছে। শুক্রবার (২ আগস্ট) বিকেল সোয়া ৪টার দিকে এ ঘটনা ঘটে।


উত্তরবঙ্গ প্রতিদিনের সংবাদটি শেয়ার করুন

Discover more from UttorbongoProtidin.Com 24/7 Bengali and English National Newsportal from Bangladesh.

Subscribe to get the latest posts sent to your email.