rajshahi-election-counsilor-news.jpg

রাসিকের যে সাবেক কাউন্সিলর মানবতার স্বাক্ষর রেখে চলেছেন

হাবিব, উত্তরবঙ্গ প্রতিদিন :: একটি সিটি কর্পোরেশনের  নির্বাচনের জন্য মেয়র প্রার্থী বাছাইয়ের মতো গুরুত্বপূর্ণ হলো ওয়ার্ড কাউন্সিলর বাছাই। যারা ওয়ার্ড পর্যায়ে নাগরিকদের খুব কাছাকাছি অবস্থান করেন। স্থানীয় ওয়ার্ডবাসীদের সমর্থনে যারা স্থানীয় জনপ্রতিনিধির আসনে বসেন এবং ক্ষমতায়িত হন। এই ওয়ার্ড কাউন্সিলরদের শিক্ষা, জ্ঞান, মেধা, দৃষ্টিভঙ্গি, নাগরিক মূল্যবোধ, অভিজ্ঞতা, স্বদেশপ্রেম, স্থানীয় জনগণের কাছে ইতিবাচক গ্রহণযোগ্যতা থাকতে হয় এবং সর্বোপরি চিন্তা চেতনায় সংবিধানসম্মত হতে হয়।
counsilor-sahu-earn-10-lakh-every-month.jpg

রাজশাহীতে কাউন্সিলর শাহুর মাসিক আয় ১০ লাখ

স্টাফ রিপোর্টার, উত্তরবঙ্গ প্রতিদিন :: রাজশাহী সিটি করপোরেশন (রাসিক) নির্বাচনে মেয়র পদে চারজন, সাধারণ কাউন্সিলর পদে ১২১ জন ও সংরক্ষিত কাউন্সিলর পদে ৪৬ জনসহ ১৭১ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। ১২১ সাধারণ কাউন্সিলর প্রার্থীদের মধ্যে নগরীর ১৭ নম্বর ওয়ার্ডের প্রার্থী শাহাদাত আলী শাহু।