Posted inBreaking News latest news today news
রাজশাহীতে ৬০০ ইঁদুর একসাথে হার্ট ফেইল করে মারা গেল যেভাবে
নিজস্ব প্রতিবেদক, উত্তরবঙ্গ প্রতিদিন :: রাজশাহীতে বাণিজ্যিকভাবে পালন করা অ্যালবিনো প্রজাতির অন্তত ৬০০ ইঁদুর তীব্র গরমের কারণে মারা গেছে। গত কয়েক দিনে ইঁদুরগুলোর হিটস্ট্রোক হয়ে মারা গেছে বলে ধারণা করা হচ্ছে। এতে খামারিরা লোকসানের মুখে পড়েছেন। হিটস্ট্রোক থেকে ইঁদুরগুলোকে বাঁচাতে শীতল স্থানে রাখার পরামর্শ দিয়েছেন ভেটেরিনারি বিশেষজ্ঞরা। তবে এ পরিস্থিতিতে ইঁদুর বেচাকেনা আপাতত বন্ধ রেখেছেন ইঁদুরের খামারিরা। রাজশাহীর পবা উপজেলার কাটখালির সমসাদিপুরে বেশ কয়েক বছর ধরে বাণিজ্যিকভাবে ইঁদুর পালন করছেন সালাউদ্দিন মামুন। অ্যালবিনো প্রজাতির সাদা ইঁদুরের খামার আছে তার। এই খামার থেকে মামুনের মাসে প্রায় ১০ হাজার টাকা আয় হয়। প্রতিটি ইঁদুর বিক্রি করেন ১২০ টাকা দরে। কিন্তু গেল ১৫ দিনের তীব্র দাবদাহের কারণে মামুনসহ রাজশাহীর আরও অন্তত ২০ জন খামারির ইঁদুর মারা গেছে। গত কয়েক দিনে শুধু মামুনের ৩৫০ ইঁদুর মারা গেছে। সবমিলিয়ে প্রায় ৬০০ ইঁদুর মারা গেছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।