Posted inBreaking News latest news today news
২০২৩ সালের হজ্ব নিবন্ধনের তালিকা প্রকাশ করল ধর্ম মন্ত্রণালয়
নিজস্ব প্রতিবেদক, উত্তরবঙ্গ প্রতিদিন :: ২০২৩ সালে হজ্বে যেতে নিবন্ধন করেছেন ১ লাখ ১৯ হাজার ৪৮৬ জন হাজ্বী। এ সংখ্যার মধ্যে সবচেয়ে বেশি হজযাত্রী নিবন্ধিত হয়েছেন ঢাকা জেলায়। যা মোট নিবন্ধনের প্রায় অর্ধেক। অন্যদিকে সবচেয়ে কম নিবন্ধিত হয়েছেন বান্দরবানে। ধর্মবিষয়ক মন্ত্রণালয় সূত্রে এ তথ্য জানা গেছে। মঙ্গলবার (২৬ এপ্রিল) জেলা ভিত্তিক হজযাত্রীর পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়। তাতে দেখা গেছে, ঢাকা জেলায় মোট ৫৫ হাজার ৯ জন হজযাত্রী নিবন্ধিত হয়েছেন। বান্দরবান থেকে মাত্র দুইজন হজযাত্রী নিবন্ধন করেছেন। বান্দরবানের পরে সবচেয়ে কম নিবন্ধিত হয়েছেন পিরোজপুর জেলার। ১০০ জন হজযাত্রী নিবন্ধন করেছেন সে জেলার। এরপর বরগুনা ১০৩ জন, কক্সবাজার ১১২ জন এবং মেহেরপুর থেকে ১২৭ জন নিবন্ধন করেছেন। সবচেয়ে কমের দিক থেকে গোপালগঞ্জের অবস্থান ৬ষ্ঠ-তে। ১৩৪ জন নিবন্ধিত হয়েছেন এবার।