Rajshahi_Pet_Care
malkin-bhabi-web-series

প্রাইমশটে মালকিন ভাবি নিয়ে হইচই 18+

বিনোদন প্রতিবেদক, উত্তরবঙ্গ প্রতিদিন :: করোনা পরবর্তী ডিজিটালাইজেশনের যুগে চলচ্চিত্র ও ধারাবাহিকের পাশাপাশি বৃদ্ধি পেয়েছে ওয়েব সিরিজের জনপ্রিয়তা। তবে গতানুগতিক ধারার ওয়েব সিরিজের পাশাপাশি অ্যাডাল্ট ওয়েব সিরিজপ্রেমীদের জন্য প্রাপ্তবয়স্ক ভিন্ন ধরনের এক পুরোদস্তুর দুনিয়া খুলে গিয়েছে আর এই ধরনের ওয়েব সিরিজগুলি কেবলমাত্র হিন্দিতেই নয় বিভিন্ন আঞ্চলিক ভাষাতেও রিলিজ হয়েছে। সম্প্রতি আজকে আমাদের এই প্রতিবেদন সম্প্রতি রিলিজ হওয়া এক ওয়েবসিরিজকে নিয়ে। উল্লু, প্রাইমশট, কোকুর মতো একাধিক জনপ্রিয় প্ল্যাটফর্ম এ লঞ্চ হতে থাকে নানান রগরগে যৌ..ন..তা..য় পরিপূর্ণ ওয়েব সিরিজ। ওয়েব সিরিজ গুলির জনপ্রিয়তা এতটাই উত্তরোত্তর বৃদ্ধি পায় যে প্রায় লাখ লাখ মানুষ এই ওয়েব সিরিজ দেখে থাকেন। “সৌখিন আঙ্কেল” এবং “সীল ৪” নামক দুই ওয়েব সিরিজের সাফল্যের পর এইবার প্রাইমশর্ট এ লঞ্চ হয়েছে নতুন ওয়েব সিরিজ “মালকিন ভাবি” ।
actress-pori-moni-got-award-anandabazar

আনন্দবাজার এওয়ার্ড অনুষ্ঠানে যা বললেন পরীমনি

বিনোদন প্রতিবেদক, উত্তরবঙ্গ প্রতিদিন :: পরীমনির  নাম শুনতেই অনেকেই হুমড়ি খেয়ে পড়েন পাঠক।তবে কেনই বা পড়বেননা। বাংলাদেশের ফিল্ম ইন্ডাস্ট্রিতে দুর্ধর্ষ কথা ও সাহস দেখানোর তালিকায় পরীমনি যে  প্রথম এতে বিন্দু সন্দেহ নেই। ২০১৫ সালে চলচ্চিত্রে অভিষেকের পর অভিনেত্রী হিসেবে পেয়েছেন নানা সম্মাননা-পুরস্কার। সম্প্রতি তার প্রাপ্তির ঝুড়িতে যুক্ত হয়েছে তেমনি আরও একটি সন্মানজনক পুরস্কার। ভারতের পশ্চিমবঙ্গের সংবাদমাধ্যম ‘আনন্দবাজার অনলাইন’-এর আয়োজনে অনুষ্ঠিত ‘বছরের বেস্ট সন্ধ্যা’য় সেরা অভিনেত্রী পুরস্কার পেয়েছেন বাংলাদেশের জনপ্রিয় অভিনেত্রী পরীমনি। বিষয়টি নিয়ে সোমবার সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের অনুভূতি প্রকাশ করেছেন অভিনেত্রী। এদিন দুপুরের সেই সন্মাননা অনুষ্ঠানের বেশ কিছু ছবি পোস্ট করে পরীমনি লেখেন, ‘এটা সত্যিই আমার জন্য একটি সম্মান এবং মর্যাদাপূর্ণ অর্জন। আমার শুভাকাঙ্ক্ষী, দর্শক ভক্তকুল এবং অনুসারী যারা রয়েছেন, আপনাদের ভালোবাসার জন্যে আজ আমি এখানে দাঁড়িয়ে। আপনাদের এই ভালোবাসার প্রতি আমি কৃতজ্ঞ। সংবাদমাধ্যটিকে ধন্যবাদ জানিয়ে তিনি আরও লেখেন, ‘আনন্দবাজার অনলাইনকে ধন্যবাদ। 
silent-rmp-db-police-active-drug-dealers

নীরব ডিবি সরব মাদককারবারী

নিজস্ব প্রতিবেদক, উত্তরবঙ্গ প্রতিদিন :: রাজশাহী মেট্রোপলিটন পুলিশের বর্তমান পুলিশ কমিশনার আনিসুর রহমান, বিপিএম (বার), পিপিএম (বার) যোগদান করেছেন ২০২২ সালের ডিসেম্বর মাসের ২৯ তারিখে। যোগদানের  পর থেকেই আইন-শৃংখলা পরিস্থিতি কঠোর হাতে দমন করে চলেছেন । বিশেষত রাজশাহীতে অপারেশন কন্ট্রোল এ্যান্ড মনিটরিং সেন্টার, কিশোর গ্যঙ্গ উৎখাত, ছিনতাইকারী দমন, অপহরন চক্র নিধন, জঙ্গী দমন,আন্তর্জাতিক স্বর্ন চোরাচালান সিন্ডিকেটের মুখোশ উন্মোচনসহ অসংখ্যা অপরাধ দমনে প্রশংষিত হয়েছেন রাজশাহীর আপামর জনগন ও সুশীল সমাজের মাঝে।