Posted inBreaking News latest news today news
রাজশাহী কেন্দ্রীয় ঈদগাহে বিভেদ ভুলে বিএনপি ও আওয়ামী লীগ
নিজস্ব প্রতিবেদক, উত্তরবঙ্গ প্রতিদিন :: রাজশাহীতে পবিত্র ঈদুল ফিতরের নামাজ শেষে মুসলিম উম্মাহর শান্তি কামনা করে দোয়া করা হয়েছে। এ ছাড়া দেশ ও জাতির কল্যাণ কামনা করে সৃষ্টিকর্তার কাছে ফরিয়াদ জানানো হয়। চলমান দাবদাহ থেকে রক্ষায় বৃষ্টিপাত চেয়েও কোথাও কোথাও মোনাজাত করা হয়। আজ শনিবার সকাল ৮টায় ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হয় মহানগরীর হযরত শাহ মখদুম রূপোস (রহ.) কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে। এখানে ইমামতি করেন জামেয়া ইসলামিয়া শাহ মখদুম মাদ্রাসার অধ্যক্ষ মুফতি শাহাদত আলী। তাঁকে সহযোগিতা করেন নগরীর হেতেমখাঁ বড় মসজিদের খতিব ও ইমাম মুফতি ইয়াকুব আলী এবং দরগা শরীফ জামে মসজিদের খতিব ও ইমাম মুফতি মহিব্বুল্লাহ।