time-square-iftar-party-2023

নিউইয়র্কের টাইমস স্কোয়ারে উন্মুক্ত ইফতার পার্টি অনুষ্ঠিত

আন্তর্জাতিক রিপোর্ট, উত্তরবঙ্গ প্রতিদিন ::  টানা দ্বিতীয় বছরের মতো নিউইয়র্কের বিখ্যাত টাইমস স্কয়ারে ইফতার ও তারাবির নামাজ পড়েছেন যুক্তরাষ্ট্রে বসবাসরত কয়েক শ’ মুসল্লি। গত বুধবার এ ইফতার ও তারাবি নামাজের আয়োজন করে ‘এসকিউ’ নামের একটি ইসলামিক সংগঠন।  ‘মুসলিম গিভিং ব্যাক’ এবং ড্রপলেটস অব মার্সি নামক দুটি সংগঠনের সহযোগিতায় এ আয়োজন করে তারা। মূলত, অন্য ধর্মাবলম্বীদের মধ্যে ইসলাম সম্পর্কে আগ্রহ তৈরি করতে এবং ইসলাম সম্পর্কে ধারণা দিতে এ আয়োজন করে থাকে এসকিউ নামের এই ইসলামিক সংগঠনটি।
Rajshahi_Pet_Care
Rescued-alive-from-the-grave-in-brazil

কবর থেকে জীবিত উদ্ধার

আন্তর্জাতিক রিপোর্ট, উত্তরবঙ্গ প্রতিদিন ::  কবরের ভেতর থেকে কান্নার আওয়াজ আসতে ছিল। পরে সেখানে গিয়ে ৩৬ বছর বয়সী এক নারীকে জীবিত উদ্ধার করা হয়। গত মঙ্গলবার ব্রাজিলের দক্ষিণ–পূর্বাঞ্চলীয় রাজ্য মিনে জেরাইসের ভিসকোনদে দো রিও ব্রাঙ্কো শহরে এ ঘটনা ঘটে। পুলিশ এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, ভেতর থেকে কেউ সাহায্য চাইছিল, বাইরে থেকে তা শোনা যাচ্ছিল। এরপর সমাধির ইটের দেয়াল ভেঙে পুলিশ ভেতর থেকে একজন নারীকে জীবিত বের করে আনে। তার মাথা ও হাতে আঘাতের ক্ষত ছিল। পুলিশ আরও জানায়, সোমবার রাতে ভিসকোনদে দো রিও ব্রাঙ্কো শহরে দুর্বৃত্তরা এই নারীকে জীবিত অবস্থায় সমাধিক্ষেত্রের একটি খালি কুঠুরিতে ঢুকিয়ে দেয়াল তুলে তা বন্ধ করে দেয়। পৌরসভার এই সমাধিক্ষেত্রের কর্মীরা সদ্য ‘সমাহিত করা' একটি সমাধির দেয়ালে রক্তের দাগ দেখতে পেয়ে জরুরি সেবা নম্বরে জানান। একটি গ্যাং এই নারীর বাড়িতে মাদক ও বন্দুক লুকিয়ে রেখেছিল। পরে তা না পেয়ে তারা ওই নারীর ওপর প্রতিশোধ নেয়।