2 'robbers' arrested on 999 phone in Rajshahi
রাজশাহীতে  ৯৯৯ এর ফোনে আটক ২ ‘ডাকাত’ 

রাজশাহীতে  ৯৯৯ এর ফোনে আটক ২ ‘ডাকাত’ 

Rajshahi_Pet_Care
উত্তরবঙ্গ প্রতিদিনের সংবাদটি শেয়ার করুন

মহানগর প্রতিবেদক, উত্তরবঙ্গ প্রতিদিন :: রাজশাহী মহানগরীতে ৯৯৯-এর কল পেয়ে গমের ভুসি ভর্তি ট্রাকসহ দুই ডাকাতকে আটক করেছে নগরীর এয়ারপোর্ট থানা পুলিশ। 

 

গতকাল বৃহস্পতিবার সকালে রাজশাহী নগরীর বায়া মোড়ে ট্রাকসহ ডাকাতদের আটক করে পুলিশ। আটককৃতরা হলেন জয়পুরহাট জেলার পাঁচবিবি থানার আটাপুর উচাই গ্রামের মো. সুলতান মিয়া (২৯) ও পাবনা জেলার ঈশ্বরদী থানার চর রূপপুর গ্রামের  মো. লিটন হোসেন (৩৯)।

 

 

রাজশাহী মহানগর পুলিশের মুখপাত্র অতিরিক্ত পুলিশ কমিশনার গোলাম রুহুল কুদ্দুস জানান, গতকাল বুধবার রাতে এয়ারপোর্ট থানার ডিউটি অফিসার ৯৯৯-এ একটি কলের মাধ্যমে জানতে পারেন দুই ডাকাত জয়পুরহাট জেলার ক্ষেতলাল উপজেলার কুসুমশহর গ্রাম হতে গমের ভুসিভর্তি একটি ট্রাক ডাকাতি করে নওগাঁ হয়ে রাজশাহী শহরের দিকে আসছে। 

 

এই সংবাদের পরিপ্রেক্ষিতে রাজশাহী এয়ারপোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মশিউর রহমানের নেতৃত্বে এসআই রাধারমণ ভৌমিক ও তার রাত্রিকালীন টহল দল আজ ভোরে বায়া মোড়ে ট্রাকসহ ডাকাতদের ধরতে চেকপোস্ট স্থাপন করে। কিছুক্ষণের মধ্যে দ্রুতগতিতে সন্দেহজনক ট্রাকটিকে আসতে দেখে তারা দাঁড়ানোর সংকেত দেয়। সংকেত পেয়ে চালক রাস্তার পাশে ট্রাক দাঁড় করিয়ে পালানোর চেষ্টাকালে মো. সুলতান মিয়া ও মো. লিটন হোসেনকে পুলিশ আটক করে। 

 

 

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক হওয়া ডাকাতির সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করে বলেছে, তাদের আরও আট থেকে নয় সহযোগী রয়েছে।

 


উত্তরবঙ্গ প্রতিদিনের সংবাদটি শেয়ার করুন

Discover more from UttorbongoProtidin.Com 24/7 Bengali and English National Newsportal from Bangladesh.

Subscribe to get the latest posts sent to your email.