2-arrested-for-police-amirul-murder
নিহত পুলিশ সদস্য আমিরুল

পুলিশ সদস্য আমিরুল হত্যায় গ্রেফতার ২

Rajshahi_Pet_Care
উত্তরবঙ্গ প্রতিদিনের সংবাদটি শেয়ার করুন

রাজনৈতিক প্রতিবেদক, উত্তরবঙ্গ প্রতিদিন :: পুলিশ সদস্য আমিরুল ইসলাম পারভেজকে হত্যার ঘটনায় ২ আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার (২৯ অক্টোবর) দুপুরে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার হাবিবুর রহমান এ তথ্য জানান।

 

 

ডিএমপি কমিশনার হাবিবুর রহমান বলেন, বিএনপির মহাসমাবেশের নামে নৈরাজ্য চালিয়েছে। সেখানে এক পুলিশ সদস্যকে হত্যা করা হয়েছে। এ ঘটনায় গাইবান্ধা থেকে শামীম রেজা ও ঢাকার ডেমরা থেকে মো. সুলতান নামে দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে। তারা বিএনপির রাজনীতিতে জড়িত। আমিনুলের পরিবারের পাশে থাকবে ডিএমপি। তার পরিবার ও সন্তানদের লেখাপড়ার সব খরচ বহন করবে ডিএমপি। এছাড়াও আমিরুল ইসলাম পারভেজকে হত্যায় পুলিশ বাদী হয়ে ডিএমপির পল্টন থানায় হত্যা মামলা দায়ের করে।

 

 

 

আমিরুল ইসলাম পারভেজ মানিকগঞ্জ জেলার দৌলতপুর উপজেলার চরকাটারী গ্রামের মো. সেকান্দার আলী মোল্লার ছেলে। তিনি কনস্টেবল হিসেবে ডিএমপির কাউন্টার টেররিজম ইনভেস্টিগেশন বিভাগে কর্মরত ছিলেন।

 

2-arrested-for-police-amirul-murder-news
পুলিশ সদস্য আমিরুল হত্যায় গ্রেফতার ২

 

উল্লেখ্য, সরকার পতনের এক দফা দাবিতে শনিবার (২৮ অক্টোবর) মহাসমাবেশ ছিল বিএনপির। কিন্তু সমাবেশ শুরুর আগেই ভয়াবহ এই সংঘর্ষে একজন পুলিশ সদস্য ও এক রাজনৈতিক কর্মী নিহত হয়েছেন। এ ছাড়া ৪১ জন পুলিশ সদস্য ও ২৮ জন সাংবাদিকসহ আরও অনেকে আহত হয়েছেন। পুলিশের হিসাবে, ৫৫টি গাড়িতে আগুন দেওয়া হয়েছে। বেশ কয়েকটি পুলিশ বক্স পোড়ানোর পাশাপাশি প্রধান বিচারপতির বাসভবনেও হামলা চালানো হয়। এসব ঘটনায় মির্জা আব্বাসসহ ৪৯ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও ৭ থেকে ৮শ’ জনকে আসামি করে রাজধানীর শাহজাহানপুর থানায় মামলা করেছে পুলিশ।

2-arrested-for-police-amirul-murder

উত্তরবঙ্গ প্রতিদিনের সংবাদটি শেয়ার করুন

Discover more from UttorbongoProtidin.Com 24/7 Bengali and English National Newsportal from Bangladesh.

Subscribe to get the latest posts sent to your email.