
নিজস্ব প্রতিবেদক । উত্তরবঙ্গ প্রতিদিন :: তিন তিনবার আইনশৃঙ্খলা বাহিনীর জাল ফাঁকি দিয়ে হেসে খেলে বেরিয়ে গিয়েছিলেন। কিন্তু এবার আর ছাড় মিলল না।
রাজশাহীর গোদাগাড়ীতে নিজের ঘরের টিনের চালের ভাঁজে লুকিয়ে রাখা ১ কেজি হেরোইনসহ অবশেষে হাতেনাতে ধরা পড়লেন কুখ্যাত মাদক কারবারি মো. সিয়াম (১৯)। উদ্ধার হওয়া এই বিপুল পরিমাণ হেরোইনের বাজারমূল্য প্রায় ১ কোটি টাকারও বেশি!
রোববার (২৩ নভেম্বর) দিনগত রাত ১১টার দিকে গোদাগাড়ী উপজেলার মাদারপুর ডিমভাঙ্গা গ্রামে র্যাব-৫ এর একটি বিশেষ দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালায়। সিয়ামের বাড়ি ঘিরে ফেলতেই তিনি আবারও পালানোর চেষ্টা করেন, কিন্তু এবার আর পারলেন না। তল্লাশি চালাতে গিয়ে র্যাব সদস্যরা অবাক ঘরের টিনের চালের নিচে পলিথিনে মোড়ানো অবস্থায় পাওয়া গেল চকচকে সেই ১ কেজি হেরোইন!
সোমবার দুপুরে র্যাব-৫ এর কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে ক্যাম্প কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মাসুদ পারভেজ জানান, “সিয়াম দীর্ঘদিন ধরে ভারত সীমান্ত দিয়ে হেরোইন এনে গোদাগাড়ী-চাঁপাইনবাবগঞ্জ এলাকায় সরবরাহ করত। তার বিরুদ্ধে আগেও তিনবার অভিযান চালিয়েছিলাম, প্রতিবারই সে গা-ঢাকা দিয়ে পালিয়ে যেত। এবার আর পালাতে পারেনি।”
তাকে জিজ্ঞাসাবাদে জানা গেছে, সিয়াম মূলত সীমান্তের চোরাইপথ ব্যবহার করে হেরোইন আনতেন এবং নিজের বাড়িতেই গোপন স্টক রাখতেন। সেখান থেকে রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ ও নাটোরের বিভিন্ন এলাকায় খুচরা ও পাইকারি বিক্রি করতেন এই কিশোর মাদক কারবারি।
এ ঘটনায় সিয়ামের বিরুদ্ধে গোদাগাড়ী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। সোমবারই তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
র্যাব জানিয়েছে, রাজশাহী বিভাগে মাদকের বড় বড় চালান আটকের ধারাবাহিকতায় এটি আরেকটি বড় সাফল্য। সীমান্ত দিয়ে মাদক চোরাচালান বন্ধে তাদের অভিযান আরও জোরদার করা হবে।
মাত্র ১৯ বছর বয়সে কোটি টাকার মাদক ব্যবসার মূল হোতা – সিয়ামের গ্রেপ্তারের পর এলাকায় মিশ্র প্রতিক্রিয়া। কেউ বলছেন, “একটা ছেলে এত বড় নেশার জাল বিছিয়েছিল!” আবার কারো মতে, “যুবকদের এই পথে ঠেলে দিচ্ছে বেকারত্ব আর সহজ অর্থের লোভ।”
