174-people-killed-in-football-match-in-Indonesia
ইন্দোনেশিয়ায় ফুটবল ম্যাচকে কেন্দ্র করে ১৭৪ জন নিহত

ইন্দোনেশিয়ায় ফুটবল ম্যাচকে কেন্দ্র করে ১৭৪ জন নিহত

Rajshahi_Pet_Care
উত্তরবঙ্গ প্রতিদিনের সংবাদটি শেয়ার করুন

আন্তর্জাতিক রিপোর্ট, উত্তরবঙ্গ প্রতিদিন::ইন্দোনেশিয়ায় ফুটবল ম্যাচকে কেন্দ্র করে দাঙ্গা-সহিংসতায় ২ পুলিশসহ ১৭৪ জন নিহত হয়েছে। এ ঘটনায় আহতের সংখ্যা প্রায় ২০০ জন। ইস্ট জাভা প্রদেশে শনিবার রাতে এই ঘটনা ঘটে।আরেমা এফসি এবং পারসেবায়া সুরাবায়া দলের মধ্যকার ম্যাচ শেষে দুই পক্ষের সমর্থকদের মধ্যে সংঘর্ষ বাধে। তাদের দামতে কাঁদানে গ্যাস ছোঁড়ে পুলিশ। এক পর্যায়ে হুড়োহুড়িতে ঘটে বিশৃঙ্খলা।বেশিরভাগই পদদলিত হয়ে অথবা অত্যাধিক ভীড়ে শ্বাসরোধ হয়ে মারা গেছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।বিবিসির খবরে বলা হয়, পূর্ব জাভায় আরেমা এফসি প্রতিদ্বন্দ্বী পারসেবায়া সুরাবায়ার সাথে হেরে যাওয়ার পর সমর্থকদের সঙ্গে পুলিশের ওই সংঘর্ষ হয়।ভিডিওতে দেখা যাচ্ছে খেলার শেষ বাঁশি বাজার সাথে সাথে সমর্থকরা মাঠের মধ্যে ঢুকে পড়ে।

 

এরপর পুলিশ টিয়ার শেল ছুঁড়তে শুরু করে এবং এ সময় হুড়োহুড়িতে পদদলিত হয়ে এবং দমবন্ধ হওয়ার মতো পরিস্থিতি তৈরি হয়েছিলো বলে জানিয়েছেন পূর্ব জাভার পুলিশ প্রধান নিকো আফিনতা। পূর্ব জাভার পুলিশ প্রধান নিকো আফিনতা বলেন, চৌত্রিশ জন স্টেডিয়ামের ভেতরে ও বাকীরা হাসপাতালে নেয়ার পর মারা গেছেন।

 

তিনি জানান, সবাই একটি পয়েন্ট দিয়েই বের হওয়ার চেষ্টা করছিলো। ফলে প্রচণ্ড ভিড়ের এক পর্যায়ে অক্সিজেনের অভাবে নিঃশ্বাস বাধাগ্রস্ত হয়েছে। সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যাচ্ছে প্রাণহীন দেহগুলো ফ্লোরে পড়ে আছে।

 

এদিকে ইন্দোনেশিয়ার ফুটবল ফেডারেশন জানিয়েছে ঘটনাটি তদন্ত করা হবে এবং তারা বলেছে এ ঘটনা দেশটির ফুটবল ভাবমূর্তিতে কালিমা মেখে দিয়েছে এই ঘটনার জেরে এক সপ্তাহের জন্য ইন্দোনেশিয়ার জনপ্রিয় বিআরআই লিগা ওয়ানের সব খেলা স্থগিত করা হয়েছে।

 

https:\/\/preview-xupnewsc.uttorbongoprotidin.com//preview-xupnewsc.uttorbongoprotidin.com//youtu.be/l9o-2qRA_Ys

News Source & Ref : BSS UP।   PNS BNA UNB dbcnews Google News।  Yahoo news ।  Bing news

উত্তরবঙ্গ প্রতিদিনের সংবাদটি শেয়ার করুন

Discover more from UttorbongoProtidin.Com 24/7 Bengali and English National Newsportal from Bangladesh.

Subscribe to get the latest posts sent to your email.