মহানগর প্রতিবেদক, উত্তরবঙ্গ প্রতিদিন :: রাজশাহীর শাহমখদুম থানার পোস্টাল একাডেমির সামনে পানচাষিদের লুট হওয়া ৩৪ লাখ টাকার মধ্যে ১৬ লাখ টাকা উদ্ধার করেছে পুলিশ। এ সময় ৬ জনকে গ্রেপ্তার এবং ডাকাতির কাজে ব্যবহৃত অ্যাম্বুলেন্স ও দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। বাকি ১৮ লাখ টাকা এখনও উদ্ধার হয়নি।তবে অভিযান চলমান রয়েছে।
সোমবার বিকেলে রাজশাহী মহানগর পুলিশ সদর দপ্তর কনফারেন্স রুমে এ তথ্য নিশ্চিত করেছেন রাজশাহী মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার মজিদ আলী।
গ্রেপ্তাররা হলেন রাজশাহী মহানগরীর কাশিয়াডাঙ্গা থানার পূর্ব মোল্লাপাড়ার আশিক ইসলাম, হৃদয়, রাজপাড়া থানার আলীগঞ্জ মধ্যপাড়ার আবদুর রহমান, আবদুর রহিম, ডিঙ্গাডোবা ঘোষ মাহালের রিকো ইসলাম ও চণ্ডীপুর সুফিয়ানের মোড়ের ইয়ামিন।
পুলিশ জানায়, রাজশাহী পবা থানার এখলাস মোল্লাসহ ৮৫ জন পানচাষি সমিতি করে জেলার দুর্গাপুর থানার দাওকান্দি বাজারে পানের ব্যবসা করেন। তাঁরা দীর্ঘদিন বিভিন্ন অঞ্চল থেকে পান কিনে ঢাকার শ্যামবাজারে আড়তে বিক্রি করে আসছিলেন। গত রোববার ভোরে রায়হান আহম্মেদ, শহিদুল ইসলাম ও আমিনুল ইসলাম ঢাকায় পান বিক্রির ৩৪ লাখ ২৭ হাজার টাকা নিয়ে শিরোইল বাস টার্মিনালে নামেন।
সেখান থেকে একটি অটোরিকশায় করে দাওকান্দি বাজারের উদ্দেশে রওনা দেন।এ সময় তাঁরা লক্ষ করেন, তাঁদের অটোরিকশাটি একটি নীল রঙের অ্যাম্বুলেন্স অনুসরণ করছে। ভোর সাড়ে ৫টায় পোস্টাল একাডেমির সামনে পৌঁছালে অ্যাম্বুলেন্সটি সামনে এসে তাঁদের গতিরোধ করে। এ সময় অ্যাম্বুলেন্স থেকে ৬-৭ ডাকাত বের হয়ে কুড়াল, হাঁসুয়া, চাকু, ছোরা ও লোহার রড নিয়ে তাঁদের ঘিরে ধরে।
এ সময় রায়হান পালানোর চেষ্টা করলে ডাকাতরা তাঁকে ধরে মারধর করে ১৪ লাখ ২৭ হাজার টাকাসহ অন্যদের কাছে থাকা মোট ৩৪ লাখ ২৭ হাজার টাকা নিয়ে আম চত্বরের দিকে চলে যায়।
একলাছ মোল্লা থানায় অভিযোগ করলে নগর পুলিশ অভিযান শুরু করে। শাহমখদুম থানা পুলিশ আরএমপির সাইবার ক্রাইম ইউনিটের সহায়তায় সিসিটিভি ভিডিও ফুটেজ দেখে ডাকাতির কাজে ব্যবহৃত অ্যাম্বুলেন্সসহ আসামিদের শনাক্ত করে।
পরে তথ্য প্রযুক্তি ব্যবহার করে নগরীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে আসামিদের গ্রেপ্তার করা হয়।লুট হওয়া অবশিষ্ট টাকা উদ্ধার ও সহযোগী আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত আছে বলে জানান রাজশাহী মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার মজিদ আলী।
Discover more from UttorbongoProtidin.Com 24/7 Bengali and English National Newsportal from Bangladesh.
Subscribe to get the latest posts sent to your email.